free tracking

My Blog

My WordPress Blog

টসে হেরে ব্যাটিংয়ে বাংলাদেশ!

ভারতে চলতি বছরের সেপ্টেম্বরে বসবে মেয়েদের ওয়ানডে বিশ্বকাপের পরবর্তী আসর। গতকাল বুধবার (৯ এপ্রিল) পাকিস্তানে শুরু হওয়া আট দলের টুর্নামেন্টে অংশ নিতে বাছাই পর্ব খেলতে হচ্ছে বাংলাদেশকে।

আজ (১০ এপ্রিল) ছয় দলের প্রতিযোগিতায় থাইল্যান্ডের বিপক্ষে নিজেদের প্রথম ম্যাচ খেলতে নেমেছেন নিগার সুলতানা, ফারজানা হকরা।

ম্যাচে টস হেরে ব্যাটিংয়ে নেমেছে বাংলাদেশ। লাহোর সিটি ক্রিকেট অ্যাসোসিয়েশন মাঠে ম্যাচটি শুরু হয়েছে বাংলাদেশ সময় সকাল সাড়ে ১০টায়।

লিগ পদ্ধতিতে হওয়া এই টুর্নামেন্টে প্রতিটি দল একবার করে মুখোমুখি হবে।

সেই হিসাবে পাঁচটি ম্যাচের মধ্যে অন্তত চারটি জয়ের লক্ষ্য নিয়ে দেশ ছেড়েছেন বাংলাদেশের মেয়েরা।

প্রথম ম্যাচের প্রতিপক্ষ নিজেদের তুলনায় দুর্বল হওয়ায় জয় ভিন্ন কোনো ভাবনা নেই নিগারদের।

তবে ওয়ানডেতে থাইল্যান্ডের বিপক্ষে মাঠে নামার অভিজ্ঞতা নেই বাংলাদেশ দলের। টি-টোয়েন্টি সংস্করণে দুই দল মুখোমুখি হয়েছে সাতবার।

সেখানে শতভাগ জয়ের রেকর্ড নিগারদের দখলে। আজও থাইল্যান্ডের বিপক্ষে একই ধারাবাহিকতা ধরে রাখতে চান মেয়েরা।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *