free tracking

My Blog

My WordPress Blog

বিশ্বের সবচেয়ে সুন্দরী এই শিশুর মাসিক ইনকাম জানলে অবাক হবেন!

নীল চোখ, টোল পড়া গাল আর মিষ্টি হাসির জন্য সোশ্যাল মিডিয়ায় ব্যাপক পরিচিতি পেয়েছে ছোট্ট অনাহিতা হাশেমজাদেহ (Anahita Hashemzadeh)। বিশ্বের অন্যতম সুন্দর শিশু হিসেবে পরিচিতি পাওয়া এই ইরানি কন্যা শুধু তার সৌন্দর্যই নয়, ভাইরাল উপস্থিতির কারণেও এখন অনলাইনের পরিচিত নাম।

২০১৬ সালের ১০ জানুয়ারি ইরানের ইস্পাহান শহরে জন্ম নেয় অনাহিতা। ইসলাম ধর্মাবলম্বী এই শিশুর বাবা আলি হাশেমজাদেহ এবং মা মরিয়ম হাশেমজাদেহ। বর্তমানে তার বয়স ৮ বছর হলেও মাত্র ৩ বছর বয়স থেকেই সে নেট দুনিয়ায় ভাইরাল হয়ে ওঠে।

অনাহিতার মা, মরিয়ম হাশেমজাদেহ, একদিন অন্য সব মায়ের মতো মেয়ের কয়েকটি ছবি ও ভিডিও সামাজিক মাধ্যমে শেয়ার করেছিলেন। কিন্তু যা ভাবেননি তা-ই হলো—এই পোস্টগুলো দ্রুতই ভাইরাল হয়ে যায়। মুহূর্তেই তার ছবি ছড়িয়ে পড়ে ইনস্টাগ্রাম, ফেসবুকসহ নানা মাধ্যমে। জনপ্রিয়তা এত দ্রুত বাড়তে থাকে যে খুব অল্প সময়েই তার লাখ লাখ ভক্ত হয়ে যায়।

এক সময় তার ইনস্টাগ্রাম অ্যাকাউন্টে ছিল প্রায় ৭০ হাজার অনুসারী, তবে সেই অ্যাকাউন্টটি হ্যাক হওয়ার পর ২০১৮ সালে নতুন একটি একাউন্ট খোলা হয়। বর্তমানে অনাহিতার ইনস্টাগ্রামে অনুসারীর সংখ্যা এক মিলিয়নেরও বেশি। তার পুরো অনলাইন কার্যক্রম পরিচালনা করেন মা মরিয়ম।

এই ছোট্ট মডেল ইনস্টাগ্রাম, ফেসবুকসহ বিভিন্ন মাধ্যমে প্রতি মাসেই মোটা অঙ্কের অর্থ উপার্জন করে। বলা হয়ে থাকে, তার আয়ের পরিমাণ মাসে লাখ টাকার বেশি।

অনাহিতার প্রতি এত জনপ্রিয়তার অন্যতম কারণ তার চোখে-মুখে সহজাত এক মুগ্ধতা। তার সৌন্দর্যের তিনটি বিশেষ দিক হলো:
🔹 নীল চোখ
🔹 বাদামি চুল
🔹 গালের টোল
অনেকে তাকে বলিউড অভিনেত্রী প্রীতি জিনতার সঙ্গে তুলনাও করে থাকেন।

২০২০ সালের একটি পরিসংখ্যান অনুযায়ী, এই ইরানি শিশুর মোট সম্পদের পরিমাণ ছিল প্রায় ৫ লাখ মার্কিন ডলার।

মাত্র ৮ বছর বয়সেই অনাহিতা হাশেমজাদেহ হয়ে উঠেছে এক আন্তর্জাতিক অনলাইন সেনসেশন। তার মিষ্টি হাসি, সরলতা এবং ক্যামেরার সামনে সাবলীল উপস্থিতি প্রমাণ করে, বয়স বড় কথা নয়—যোগ্যতা থাকলে যে কেউই বিশ্ব মঞ্চে জায়গা করে নিতে পারে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *