free tracking

My Blog

My WordPress Blog

বিদ্যুৎ-ইন্টারনেট বিপর্যয়ের শঙ্কা!

বিজ্ঞানীরা সতর্ক করে জানিয়েছেন, যেকোনো সময় পৃথিবীতে আঘাত হানতে পারে একটি ভয়াবহ সৌরঝড়, যা বিশ্বের বিভিন্ন প্রান্তে বিদ্যুৎ ও ইন্টারনেট সেবায় ব্যাপক বিপর্যয় ঘটাতে পারে। এই সৌরঝড় হতে পারে অতীতে ঘটেছে এমন ভয়াবহ সৌরঝড়ের মতোই, এমনকি তার চেয়েও বেশি শক্তিশালী।

বলা হচ্ছে শেষবার বড় আকারের সৌরঝড় আঘাত হেনেছিল প্রায় ১,২৫০ বছর আগে, যেটিকে ‘মিয়াকি ইভেন্ট’ বলা হয়। বর্তমান সময়ে যে সৌরঝড়টি আঘাত হানতে পারে বলে শঙ্কা করা হচ্ছে সেটি মিয়াকি ইভেন্টের মতোই প্রভাবশালী হতে পারে বলে বিজ্ঞানীরা সতর্ক করেছেন।

যুক্তরাজ্যের রিডিং বিশ্ববিদ্যালয়ের মহাকাশ বিজ্ঞানী ম্যাথিউ ওয়েন্স জানান এমন একটি ঘটনা মহাকাশ বিজ্ঞানীদের জন্য বিস্ময়কর হলেও, বিদ্যুৎ ও যোগাযোগ খাতে তা ভয়াবহ বিপর্যয় ডেকে আনতে পারে। তার ভাষায়, “আরেকটি মিয়াকি ইভেন্ট পৃথিবীতে ব্যাপক বিদ্যুৎ বিভ্রাট তৈরি করতে পারে।”

ওয়েন্স আরও জানান, বড় আকারের সৌরঝড়ের পূর্বাভাস সাধারণত ১৮ ঘণ্টা আগে পাওয়া যায় ফলে প্রস্তুতির সময় খুবই কম থাকে। এমন ঝড়ের প্রভাবে স্যাটেলাইট বিকল হয়ে যোগাযোগ ব্যবস্থায় বিঘ্ন, বিমান চলাচলে সমস্যা এবং ইন্টারনেট সংযোগে বিশৃঙ্খলা দেখা দিতে পারে।

ইতিহাসের আরেকটি উদাহরণ হচ্ছে ১৮৫৯ সালের ‘ক্যারিংটন ইভেন্ট’, যখন পৃথিবীতে সৌরঝড়ের কারণে টেলিগ্রাফ সিস্টেম বিকল হয়ে পড়ে এবং আকাশজুড়ে অরোরা দেখা যায়। বিজ্ঞানীদের আশঙ্কা এবারের সৌরঝড় সেই ক্যারিংটন ইভেন্টের চেয়েও ১০ গুণ বেশি শক্তিশালী হতে পারে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *