free tracking

My Blog

My WordPress Blog

ছাত্রলীগ নিতো ২০০, ছাত্রদল চায় ৫০০ — ভাইরাল অডিও

চট্টগ্রামের ফটিকছড়িতে এক বালু ব্যবসায়ীর কাছ থেকে চাঁদা দাবি করার অভিযোগ উঠেছে ফটিকছড়ি পৌরসভা ছাত্রদলের আহ্বায়ক একরাম চৌধুরীর বিরুদ্ধে। ভাইরাল হওয়া একটি অডিও ক্লিপে একরামকে গাড়িপ্রতি ৫০০ টাকা চাঁদা দাবি করতে শোনা যায়। এই ঘটনায় চট্টগ্রাম উত্তর জেলা ছাত্রদল থেকে তাকে কারণ দর্শানোর নোটিশ দেওয়া হয়েছে।

ভাইরাল হওয়া অডিওতে শোনা যায়, একরাম চৌধুরী এক বালু ব্যবসায়ীর সঙ্গে চাঁদার দর-কষাকষি করছেন। ব্যবসায়ী জানাচ্ছেন, তারা নিয়ম মেনেই টেন্ডারে অংশ নিয়ে বালু বিক্রি করছেন। এর জবাবে একরাম বলেন, “আমি একা না, সিন্ডিকেট আছে। ছোট-বড় গাড়ি এক হিসাবেই হবে।”

ব্যবসায়ী আগের চুক্তির কথা তুলে ধরে বলেন, “আওয়ামী লীগ ২০০ টাকা নিতো, আপনি ৫০০ কেন চাচ্ছেন?” উত্তরে একরাম জানান, “তাহলে আপনারা আপনাদের মতো থাকেন, আমরা আমাদের মতো।” এরপর ব্যবসায়ীর “লিমিটের মধ্যে কথা বললে ভালো হতো” মন্তব্যের জবাবে একরাম বলেন, “গতরাতে গাড়িগুলো আটকাতে পারতাম চাইলে।”

এই ঘটনায় শনিবার (১২ এপ্রিল) ছাত্রদলের পক্ষ থেকে একরামকে কারণ দর্শানোর নোটিশ পাঠানো হয়। চট্টগ্রাম উত্তর জেলা ছাত্রদলের সভাপতি জাহিদুল আফছার ভূঁইয়া জুয়েল ও সাধারণ সম্পাদক মনিরুল আলম জনির নির্দেশে নোটিশটি পাঠান দপ্তর সম্পাদক সাইফুল ইসলাম।

নোটিশে বলা হয়, “সংগঠনের শৃঙ্খলা লঙ্ঘনের অভিযোগে আগামী পাঁচ দিনের মধ্যে লিখিত ব্যাখ্যা দিতে হবে।”

এ ব্যাপারে জানতে চাইলে একরাম চৌধুরী অভিযোগ অস্বীকার করেন। তিনি দাবি করেন, “ভাইরাল অডিও আমার না। রাজনৈতিকভাবে হেয় করার জন্য এসব অপপ্রচার করা হচ্ছে।” তিনি আরও বলেন, “আমি থানায় সাধারণ ডায়েরি করেছি এবং সংগঠনের দেওয়া নোটিশের জবাব প্রস্তুত করছি।”

চট্টগ্রাম উত্তর জেলা ছাত্রদলের সাধারণ সম্পাদক মনিরুল আলম জনি বলেন, “প্রাথমিক অভিযোগের ভিত্তিতে নোটিশ দেওয়া হয়েছে। লিখিত ব্যাখ্যা পাওয়ার পর সেন্ট্রাল কমিটির সঙ্গে পরামর্শ করে সিদ্ধান্ত নেওয়া হবে।”

এদিকে জেলা সভাপতি জাহিদুল আফছার ভূঁইয়া জুয়েলও জানান, “লিখিত জবাবের ভিত্তিতেই একরামের বিরুদ্ধে পরবর্তী ব্যবস্থা নেওয়া হবে।”

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *