ভারতের উত্তর প্রদেশে গাজিয়াবাদের এক আবাসিক ভবনে স্ত্রীকে গুলি করে হত্যা করে নিজেও আত্মহত্যা করেছেন ক্যানসারে আক্রান্ত এক আবাসন ব্যবসায়ী। বুধবার সকালে এ ঘটনাটি ঘটে।
মৃত ব্যবসায়ীর নাম কুলদীপ ত্যাগী (৬১)। তিনি তাঁর স্ত্রী অংশু ত্যাগীকে গুলি করে হত্যার পর নিজেকেও গুলি করেন।
তাদের ঘর থেকে উদ্ধার হওয়া সুইসাইড নোটে কুলদীপ লেখেন, “আমি ক্যানসারে ভুগছি, আমার পরিবার সেটা জানে না। আমি চাই না আমার চিকিৎসায় বিপুল পরিমাণ অর্থ ব্যয় হোক, কারণ আমি বাঁচব কি না, তা নিশ্চিত নয়। আমরা একসাথে থাকার প্রতিজ্ঞা করেছিলাম, তাই স্ত্রীকে সাথে নিয়ে যাচ্ছি। এটি সম্পূর্ণ আমার ব্যক্তিগত সিদ্ধান্ত। আমার সন্তানেরা বা পরিবারের কেউ এর জন্য দায়ী নয়।”
দম্পতির দুই সন্তান সেই সময় বাড়ির নিচতলায় ছিলেন। গুলির শব্দ শুনেই তারা ছুটে আসেন উপরের তলায় এবং দেখতে পান রক্তাক্ত অবস্থায় বাবা-মা পড়ে আছেন—মা বিছানায়, বাবা মেঝেতে। সঙ্গে সঙ্গে তাঁদের উদ্ধার করে স্থানীয় একটি বেসরকারি হাসপাতালে নেওয়া হলেও চিকিৎসকেরা তাঁদের মৃত ঘোষণা করেন।
ডেপুটি কমিশনার অফ পুলিশ (গ্রামীণ) রাজেশ কুমার জানিয়েছেন, সুইসাইড নোট অনুযায়ী, কুলদীপ ত্যাগী দীর্ঘদিন ধরে ক্যানসারে আক্রান্ত ছিলেন এবং তিনি পরিবারের উপর চিকিৎসার আর্থিক বোঝা চাপিয়ে দিতে চাননি। এই কারণেই স্ত্রীকে হত্যা করে আত্মহত্যার পথ বেছে নেন তিনি।
Leave a Reply