চিত্রনায়িকা পরীমনি বনাম ঢাকা বোট ক্লাব কাণ্ডে সাবেক আইজিপি ও ক্লাবের সাবেক সভাপতি বেনজীর আহমেদের নাম ঘিরে আবারও চাঞ্চল্য। এবার সরাসরি বিস্ফোরক অভিযোগ তুলেছেন ক্লাবের বর্তমান প্রেসিডেন্ট নাসির মাহমুদ।
বৃহস্পতিবার (১৭ এপ্রিল) বোট ক্লাবের রিভারভিউ লাউঞ্জে অনুষ্ঠিত এক সংবাদ সম্মেলনে তিনি বলেন, “আমি তিন বছর ক্লাবে আসতে পারিনি, কারণ পরীমনি ইস্যুতে আমি প্রতিবাদ করেছিলাম। তার পরই আমার বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হয়।”
নাসির দাবি করেন, “পরীমনি ক্লাবের সদস্য ছিলেন না। তিনি একজন সদস্যের গেস্ট হয়ে এসেছিলেন। কিন্তু তার কোনো অনুমতিপত্র ছিল না। আমি সেটার প্রতিবাদ করেছিলাম বলে আমাকে হয়রানি করা হয়।”
তিনি আরও বলেন, “ঘটনার সময়কার ক্লাব সভাপতি ছিলেন বেনজীর আহমেদ। তার যথেষ্ট প্রভাব ছিল, এমনকি ক্লাবে আমাকে ‘আয়নাঘরে’ নিয়ে যাওয়া হতো। আমি শুধু একজন সাধারণ ব্যবসায়ী, কিন্তু আমি হাল ছাড়িনি।”
নাসির মাহমুদ জানান, তিনি বেনজীরের বিরুদ্ধে তিনবার লিগ্যাল নোটিশ পাঠিয়েছেন।
সংবাদ সম্মেলনে নাসির মাহমুদ আরও দাবি করেন, সাবেক সভাপতি বেনজীর আহমেদ এবং সাবেক সেক্রেটারি অবসরপ্রাপ্ত লেফটেন্যান্ট কমান্ডার তাহসিন আমিনের বিরুদ্ধে অর্থনৈতিক অনিয়মের অভিযোগ প্রমাণিত হয়েছে।
ফলে ক্লাবের প্রথম নির্বাচিত কমিটির সিদ্ধান্ত অনুযায়ী তাদের সদস্যপদ বাতিল করা হয়েছে এবং তাদের বিরুদ্ধে অন্যান্য শাস্তিমূলক ব্যবস্থাও গ্রহণের সিদ্ধান্ত হয়েছে।
নাসির বলেন, “বেনজীর আহমেদ ক্লাব পরিচালনার নিয়মনীতি মানেননি। ক্লাবকে নিজের মতো করে চালাতেন, নির্বাচন দিতেন না। তিনি সময় ক্ষেপণ করেছেন এবং বাণিজ্য মন্ত্রণালয়ে জমা দেওয়ার প্রয়োজনীয় ডকুমেন্টেশনও যথাসময়ে করেননি।”
তিনি আরও বলেন, “বোট ক্লাবের মতো একটি মর্যাদাপূর্ণ প্রতিষ্ঠানে বেনজীর বিনা ভোটে সভাপতি হয়ে যান। অথচ আমাদের ক্লাবের সদস্যদের মধ্যে রয়েছেন বিচারপতি, সচিব, সামরিক-বেসামরিক উঁচু পর্যায়ের কর্মকর্তা ও খ্যাতিমান ব্যবসায়ীরা।”
Leave a Reply