জাতীয় নাগরিক পার্টি (এনসিপি) বলেছে, এক ব্যক্তি যেন দুইবারের বেশি প্রধানমন্ত্রী হতে না পারেন, এ ধরনের সাংবিধানিক বিধান নিশ্চিত করতে হবে। একই সঙ্গে প্রধানমন্ত্রী পদে দুইবার দায়িত্ব পালনের পর কেউ যেন রাষ্ট্রপতির পদে নির্বাচিত হতে না পারেন এই সংক্রান্ত প্রস্তাবও দিয়েছে দলটি।
শনিবার (১৯ এপ্রিল ২০২৫) সকালে জাতীয় সংসদ ভবনে জাতীয় ঐকমত্য কমিশনের কার্যালয়ে অনুষ্ঠিত বৈঠকে এনসিপির পক্ষ থেকে এসব প্রস্তাব তুলে ধরা হয়। বৈঠকে নেতৃত্ব দেন এনসিপির আহ্বায়ক নাহিদ ইসলাম।
বৈঠক শেষে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে নাহিদ ইসলাম বলেন, “আমরা ‘এক ব্যক্তি, দুইবারের বেশি প্রধানমন্ত্রী নয়’—এই বিধান সংবিধানে সুনির্দিষ্টভাবে যুক্ত করার প্রস্তাব দিয়েছি। এ ছাড়া রাষ্ট্রপতি হওয়ার ক্ষেত্রেও সীমাবদ্ধতা থাকা উচিত।”
তিনি আরও বলেন, এনসিপি প্রধানমন্ত্রী শাসিত নয়, বরং মন্ত্রিপরিষদ-শাসিত সরকার ব্যবস্থা চায়। অর্থাৎ ক্ষমতার ভারসাম্য আনতে চায় তারা যেখানে রাষ্ট্র পরিচালনায় একটি দল বা ব্যক্তি সর্বময় ক্ষমতার অধিকারী হবেন না।
নাহিদ ইসলাম আরও বলেন, “আমরা চাই না দেশে আবার কোনোভাবে স্বৈরতন্ত্র প্রতিষ্ঠিত হোক। এজন্য প্রয়োজন ‘জুলাই সনদ’—যার মাধ্যমে একটি গণতান্ত্রিক ও দায়িত্বশীল রাষ্ট্র ব্যবস্থা নিশ্চিত হবে।”
তার ভাষ্য অনুযায়ী, “অভ্যুত্থানের পর মানুষের মনে যে পরিবর্তনের আকাঙ্ক্ষা তৈরি হয়েছে, এনসিপি সেই আকাঙ্ক্ষার প্রতিফলন ঘটাতে বদ্ধপরিকর।”
Leave a Reply