free tracking

My Blog

My WordPress Blog

মাত্র ৩ হাজার টাকায় মিলছে জন্মনিবন্ধন, ৭ হাজারে এনআইডি!

মাত্র ৩ হাজার টাকায় করা যাচ্ছে জন্মনিবন্ধন এবং ৭ হাজার টাকায় মিলছে জাতীয় পরিচয়পত্র (এনআইডি)। টাকা পরিশোধের এক সপ্তাহের মধ্যেই হাতে চলে আসছে সনদ কিংবা এনআইডি কার্ড। এমন চিত্রই দেখা গেছে নরসিংদীতে। পুরো বিষয়টি নিয়ন্ত্রণ করেন ‘জান্নাত স্টুডিও’র মালিক জাকির হোসেন। এই জালিয়াত চক্রের সাথে প্রত্যক্ষভাবে জড়িত প্রতিটি ইউনিয়ন পরিষদের কম্পিউটার অপারেটর।

নাকের ডগায় নাগরিক সনদ নিয়ে চলছে প্রকাশ্য জালিয়াতি, অথচ ঊর্ধ্বতন কর্মকর্তারা দাবি করছেন, তারা কিছুই জানেন না। নরসিংদী জেলা নির্বাচন কর্মকর্তার কার্যালয়ে আশরাফুল ইসলাম নামে একজন নাগরিকের প্রয়োজনীয় কাগজপত্র জমা দিতেই ধরা পড়ে এসব অসংগতি। জন্ম নিবন্ধনের ঘটনাটি ঘটেছে মনোহরদী উপজেলার খিদিরপুর ইউনিয়নে।

জান্নাত স্টুডিওর মালিক জাকির হোসেনের কাছে জানতে চাওয়া হলে তিনি জানান, কী কী সনদ তৈরি করে দিতে পারেন। জন্ম নিবন্ধনের জন্য জাকিরকে তিন হাজার টাকা দিলে ৭ দিনের মধ্যেই হাতে আসে সনদ। কিন্তু সেটি রেজিস্ট্রেশন হয়েছে শিবপুর উপজেলার দুলালপুর ইউনিয়ন থেকে।

সনদটির বৈধতা যাচাই করতে গেলে ইউনিয়ন পরিষদের প্রশাসনিক কর্মকর্তা আলামিন বিষয়টি কম্পিউটার অপারেটরের ওপর চাপিয়ে দেন। একই বক্তব্য দেন ইউপি চেয়ারম্যান মাহফুজুর রহমান মোল্লা। তিনি বলেন, “কাজটা মূলত সচিবের করার কথা। সচিব সহকারী অপারেটরকে কাজটা করতে দিয়েছে। সচিবের নামে পাসওয়ার্ড থাকে, আমার নামেও পাসওয়ার্ড থাকে। কিন্তু সে যে এরকম করছে, বিষয়টি আমি জানতাম না।”

কম্পিউটার অপারেটরের কাছে জানতে চাওয়া হয়, ভুয়া তথ্য দিয়ে জন্মনিবন্ধন কীভাবে করা হলো। প্রশ্ন শুনেই বিষয়টি ম্যানেজ করার চেষ্টা করেন তিনি। জানান, “উনার নানি বাড়ির তথ্য দিয়ে নানির বাড়ির লোক এসে ডকুমেন্টস জমা দিয়েছে, আমরা সে অনুযায়ী কাজ করেছি।”

পুনরায় জাকির হোসেনের কাছে জানতে চাওয়া হলে তিনি বলেন, “চক্রের সবাই জানে। তারা জানে বলেই দিছি। এটা আমার কোনো পেশাও না, নেশাও না।”

ভুয়া সনদ তৈরির বিষয়টি নিয়ে বিস্ময় প্রকাশ করেছেন স্বয়ং ইউএনও। তথ্যের অসংগতি এবং একই ব্যক্তির একাধিক জন্মনিবন্ধনের কারণে নানা জটিলতার কথা জানালেন সংশ্লিষ্ট নির্বাচন কর্মকর্তা।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *