২০২৫ সালে অনলাইনে ই-পাসপোর্টের আবেদন আরও সহজ ও আধুনিক হয়েছে। ই-পাসপোর্টের জন্য আবেদন করতে ইচ্ছুক নাগরিকদের এখন আর দালালের কাছে যাওয়ার প্রয়োজন নেই। আধুনিক ডিজিটাল ব্যবস্থায় ঘরে বসেই নির্ভরযোগ্যভাবে আবেদন করা যাচ্ছে। আগ্রহী নাগরিকরা ঘরে বসেই সহজে আবেদন করতে পারবেন সরকারি নির্ধারিত ওয়েবসাইটের মাধ্যমে।
যেভাবে অনলাইনে ই-পাসপোর্টের আবেদন করবেন:
১. প্রথমেই প্রবেশ করুন https://www.epassport.gov.bd/applications/application-form/1027749531/address এই ঠিকানায়।
২. সেখানে গিয়ে “Request Emergency Travel Document” অপশনে ক্লিক করুন।
৩. এরপর আপনার পাসপোর্টের ধরন বেছে নিন এবং ধাপে ধাপে ব্যক্তিগত তথ্য ও বর্তমান ঠিকানা পূরণ করুন।
৪. যখন “ID Documents” সেকশনে আসবেন, সেখানে আপনাকে জাতীয় পরিচয়পত্রের (NID) নম্বর দিতে হবে। যদি আবেদনকারীর জাতীয় পরিচয়পত্র না থাকে (যেমন: শিশুদের ক্ষেত্রে), তাহলে জন্মনিবন্ধন নম্বর দিতে হবে।
৫. পরিচয়পত্রের নম্বর দেওয়ার সঙ্গে সঙ্গে সিস্টেম স্বয়ংক্রিয়ভাবে (Auto-generate) সংশ্লিষ্ট সব তথ্য নিচে পূরণ করে দেবে। ফলে অতীতে যেসব ক্ষেত্রে তথ্য ভুল দেওয়ার ঝুঁকি ছিল, এখন তা অনেকটাই কমে গেছে।
এই নতুন স্বয়ংক্রিয় পদ্ধতি ই-পাসপোর্টের আবেদন প্রক্রিয়াকে করেছে আরও নির্ভুল ও ব্যবহারবান্ধব।
উল্লেখ্য, অনলাইন আবেদন করার পর নির্ধারিত সময় অনুযায়ী পাসপোর্ট অফিসে গিয়ে বায়োমেট্রিক দিতে হবে। এরপর আবেদন প্রক্রিয়া সম্পন্ন হবে।
Leave a Reply