ঠাকুরগাঁওয়ের পীরগঞ্জে চুরি হওয়া মোটরসাইকেলসহ মো. ইয়াকুব আলী (২৪) নামে এক যুবককে ধরে গণপিটুনি দিয়েছে জনতা। মঙ্গলবার (২২ এপ্রিল) বিকেল পৌনে ৫টার দিকে পীরগঞ্জ পাইলট উচ্চ বিদ্যালয়ের সামনে এ ঘটনা ঘটে। পরে পুলিশ তাকে আহত অবস্থায় উদ্ধার করে পীরগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করে।
আটক ইয়াকুব আলীর বাড়ি ঠাকুরগাঁওয়ের রানীশংকৈল উপজেলার লেহেম্বা ইউনিয়নের রসুলপুর গ্রামে।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, দিনাজপুরের কাহারোল উপজেলার জয়নন্দ বাজার এলাকায় সোনালী ব্যাংকের সামনে থেকে এক এনজিওকর্মীর মোটরসাইকেল চুরি করে পালিয়ে যাচ্ছিলেন ইয়াকুব। ওই কর্মী কিছু সময় পর বুঝতে পারেন মোটরসাইকেলটি চুরি হয়েছে। পরে তিনি অন্য একটি মোটরসাইকেল নিয়ে চোরকে ধাওয়া করেন।
চোর ও মালিকের মধ্যে এ ধাওয়া চলে প্রায় ৩০ কিলোমিটার। এক পর্যায়ে ঠাকুরগাঁওয়ের পীরগঞ্জ পৌর শহরের পাইলট উচ্চ বিদ্যালয়ের সামনে পথচারীদের সহায়তায় ইয়াকুবকে মোটরসাইকেলসহ আটক করা হয়। এরপর উত্তেজিত জনতা তাকে মারধর করে।
খবর পেয়ে পীরগঞ্জ থানা পুলিশ ঘটনাস্থলে গিয়ে ইয়াকুবকে হেফাজতে নেয় এবং পীরগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করে।
হাসপাতালের কর্তব্যরত চিকিৎসক জানান, আহত যুবকের মুখের বাঁ পাশে চারটি সেলাই দিতে হয়েছে। প্রাথমিক চিকিৎসা শেষে তাকে থানায় নিয়ে আসা হয়েছে।
পুলিশ জানায়, উদ্ধার হওয়া মোটরসাইকেলটি ঘটনাস্থলে উপস্থিত একজন লোক নিয়ে গেছেন বলে প্রত্যক্ষদর্শীরা জানালেও এখনো তার নাম-ঠিকানা শনাক্ত করা যায়নি।
পীরগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. তাজুল ইসলাম বলেন, ‘একজন চোরকে জনতা ধরে মারধর করেছে। আমরা তাকে আহত অবস্থায় উদ্ধার করে চিকিৎসা দিয়েছি।
পুরো বিষয়টি খতিয়ে দেখা হচ্ছে এবং আইনি প্রক্রিয়া চলমান।’
Leave a Reply