ঢাকাই ইন্ডাস্ট্রির বেশির ভাগ নায়কই নাকি বিবাহিত, যার কারণে প্রেম করতে পারছেন না বলে মন্তব্য করেছেন প্রার্থনা ফারদিন দীঘি। সম্প্রতি এক অনুষ্ঠানে হাজির হয়ে প্রেম ও ব্যক্তিগত অনুভূতি নিয়ে খোলামেলা কথা বলতে গিয়ে এমন মন্তব্য করেন।
এ সময় অনুষ্ঠানের প্রশ্নোত্তর পর্বে কাজ করতে গিয়ে কারো প্রেমে পড়েছেন কখনো, এমন প্রশ্নের জবাবে দীঘি বলেন, ‘প্রেম করব কিভাবে, সব নায়ক তো বিবাহিত! আমি যখনই কোনো সেটে যাই, দেখি বেশির ভাগ নায়কই এনগেজড বা বিবাহিত। এমনকি ইন আ রিলেশনশিপ স্ট্যাটাসে থাকা নায়কদের সঙ্গেই বেশি কাজ হয়েছে।
তাই কাজ করতে গিয়ে এমন কিছু অনুভব করার সুযোগই হয়নি।’
এরপর যোগ করে এই নায়িকা আরো বলেন, ‘আমি সব সময় নিজের ফোকাস কাজের ওপর রাখি। যাতে কোনো ব্যক্তিগত অনুভূতি শুটিং সেটে প্রভাব না ফেলে সেদিকে লক্ষ রাখি।’
গেল ঈদুল ফিতরে প্রেক্ষাগৃহে মুক্তি পেয়েছে দীঘি অভিনীত ‘জংলি’ সিনেমা।
এম রাহিম পরিচালিত এ সিনেমায় আরো অভিনয় করেছেন সিয়াম আহমেদ, শবনম বুবলী প্রমুখ।
উল্লেখ্য, ছোটবেলা থেকেই অভিনয়ের সঙ্গে জড়িত প্রার্থনা ফারদিন দীঘি। শিশুশিল্পী হিসেবে তিনবার পেয়েছেন জাতীয় চলচ্চিত্র পুরস্কার। তবে নায়িকা হিসেবে অভিষেকের পর খুব একটা সুবিধা করতে পারেননি।
Leave a Reply