free tracking

My Blog

My WordPress Blog

তেল কিছুটা কম মারেন, তেল কিছুটা কম মারেন, সরকারি কর্মকর্তা-কর্মচারীদের উদ্দেশ্যে স্বরাষ্ট্র উপদেষ্টা!

কর্মকর্তা-কর্মচারীদের মধ্যে তেলবাজির প্রবণতা নিয়ে ক্ষোভ প্রকাশ করেছেন অন্তর্বর্তী সরকারের স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের উপদেষ্টা লেফটেন্যান্ট জেনারেল (অব.) মো. জাহাঙ্গীর আলম চৌধুরী। তিনি বলেন, “তেল কিছুটা কম মারেন। তেল মারতে মারতে সব তেল শেষ হয়ে গেলে পরে আর কী দিয়ে মারবেন? তাই তেল পরিমাণ মতোই দিন।”

মঙ্গলবার (২২ এপ্রিল) বিকেলে যশোর জেলা প্রশাসক কার্যালয়ে সশস্ত্র বাহিনীসহ জেলার বিভিন্ন সরকারি দপ্তরের কর্মকর্তাদের সঙ্গে মতবিনিময় সভায় প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন তিনি।

স্বরাষ্ট্র উপদেষ্টা বলেন, দেশের সবচেয়ে বড় দুটি সমস্যা হলো মাদক ও দুর্নীতি। তিনি বলেন, “যদি দুর্নীতি নিয়ন্ত্রণ করা যেত, তাহলে দেশে আর কোনো বড় সমস্যা থাকতো না।” এজন্য সরকারি কর্মকর্তাদের ‘পকেটের সংখ্যা কমাতে’ পরামর্শ দেন তিনি। “পকেট বেশি হলে মনে হয়—এই পকেটটা খালি, কিছু একটা ঢোকানো দরকার,”—এমন মন্তব্যও করেন উপদেষ্টা।

মাদক নিয়ন্ত্রণ নিয়ে কথা বলতে গিয়ে তিনি মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরকে আরও কঠোর হওয়ার আহ্বান জানান। পুলিশের উদ্দেশে বলেন, “সাদা পোশাকে কাউকে গ্রেপ্তার করা যাবে না। ইউনিফর্ম পরে অভিযানে যেতে হবে, অন্তত বাহিনীর ভেস্ট থাকতেই হবে।”

তিনি আরও বলেন, “বর্তমান সরকার অরাজনৈতিক অন্তর্বর্তী সরকার। তাই আমাদের কাছে সবাই সমান সুবিধা পেতে পারেন। রাজনৈতিক সরকারের মতো দলীয় বিবেচনার বাধা আমাদের নেই।”

যশোর জেলা প্রশাসকের কার্যালয়ে অনুষ্ঠিত এ সভায় স্বরাষ্ট্র মন্ত্রণালয় ছাড়াও কৃষি, পরিবেশ ও জলবায়ু পরিবর্তন এবং দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রণালয়ের উপদেষ্টারা উপস্থিত ছিলেন। এ ছাড়া সভায় বিভিন্ন বাহিনী ও প্রশাসনের ঊর্ধ্বতন কর্মকর্তারাও অংশ নেন।

সূত্র: https://www.youtube.com/watch?si=lZcVKwanJhoiSBCo&v=OBUDdalhXZI&feature=youtu.be

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *