free tracking

My Blog

My WordPress Blog

আমিরাতে লটারিতে ৩ কোটি টাকা জিতেছেন প্রবাসী বাংলাদেশি, বদলে গেলো ভাগ্য

সংযুক্ত আরব আমিরাতের বিগ টিকিট সাপ্তাহিক ই-ড্র লটারিতে ১ মিলিয়ন দিরহাম (বাংলাদেশি মুদ্রায় প্রায় ৩ কোটি টাকা) জিতে নিয়েছেন প্রবাসী বাংলাদেশি মোহাম্মদ মান্নান। এই অসাধারণ খবরটি জানানো হয় শুক্রবার (২৪ জানুয়ারি) গালফ নিউজের এক প্রতিবেদনে।

দীর্ঘ ২০ বছরের প্রবাসজীবনমান্নান আবুধাবিতে ব্যবসা করেন এবং গত ২০ বছর ধরে সেখানে একাই বসবাস করছেন। ১২ বছর আগে তিনি বিগ টিকিট লটারির সম্পর্কে জানতে পারেন, যখন তার বন্ধুদের আলোচনায় বিষয়টি উঠে আসে। এরপর থেকে তিনি নিয়মিতভাবে লটারি টিকিট কিনতে শুরু করেন।

ভাগ্যবান টিকিটসম্প্রতি মান্নান দুটি টিকিট কিনে প্রমোশনাল অফারে আরও তিনটি টিকিট পেয়েছিলেন। এর মধ্যে একটি টিকিটই তাকে এনে দিয়েছে প্রায় ৩ কোটি টাকার পুরস্কার।

জয়ী হওয়ার অনুভূতিবিগ টিকিট থেকে ফোন পাওয়ার প্রতিক্রিয়ায় মান্নান বলেন, “যখন ফোন পেলাম, আমি সত্যিই আনন্দিত হয়ে পড়ি। আমার ভেতরে এক ধরনের অনুভূতি ছিল, আজই আমি লটারি জিতব।”

ভবিষ্যৎ পরিকল্পনামান্নান এখনো ঠিক করেননি, পুরস্কারের টাকা কীভাবে ব্যবহার করবেন। তবে তিনি নিজের ব্যবসার পরিধি বাড়ানোর পরিকল্পনা করছেন। এছাড়া তিনি জানিয়েছেন, ভবিষ্যতেও বিগ টিকিট লটারির টিকিট কিনে যাবেন এবং অন্যদেরও এটি কেনার জন্য উৎসাহিত করবেন।

মান্নানের এই সাফল্য প্রবাসী বাংলাদেশিদের জন্য একটি অনুপ্রেরণার দৃষ্টান্ত হয়ে থাকবে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *