free tracking

My Blog

My WordPress Blog

চরম দু:সংবাদ : সরাসরি বিশ্বকাপে খেলার সুযোগ হারাল বাংলাদেশ

সেন্ট কিটসের ওয়ার্নার পার্কে সিরিজের তৃতীয় ও শেষ ওয়ানডেতে ওয়েস্ট ইন্ডিজের মেয়েদের কাছে ৮ উইকেটে হেরেছে বাংলাদেশ। আগে ব্যাটিংয়ে নেমে মাত্র ১১৮ রানে অলআউট হয় নিগার সুলতানার দল। তাড়া করতে নেমে ২২.৩ ওভার হাতে রেখে জিতেছে স্বাগতিকেরা। এই হারে শুধু ২–১ ব্যবধানে সিরিজ হার নয়, এ বছর ওয়ানডে বিশ্বকাপে সরাসরি খেলার সুযোগও হারাল বাংলাদেশ।অনলাইনে লাইভ খেলা দেখুন

মেয়েদের চ্যাম্পিয়নশিপ চক্রে কাল রাতে এটাই ছিল শেষ ম্যাচ। জিততে পারলে প্রথমবারের মতো সরাসরি ওয়ানডে বিশ্বকাপে খেলার সুযোগ পেত বাংলাদেশ। হারে অবশ্য সুযোগ শেষ হয়ে যাচ্ছে না। এখন ৬ দলের একটি বাছাইপর্ব খেলতে হবে নিগারদের, যেখান থেকে ওয়ানডে বিশ্বকাপে খেলার টিকিট পাবে দুটি দল। এই বাছাইপর্বে পাকিস্তান, ওয়েস্ট ইন্ডিজ, আয়ারল্যান্ড, স্কটল্যান্ড ও থাইল্যান্ডের বিপক্ষে খেলতে হবে বাংলাদেশকে।

চ্যাম্পিয়নশিপ টেবিলে ২১ পয়েন্ট নিয়ে সাতে বাংলাদেশ। নিউজিল্যান্ডের সংগ্রহও সমান ২১ পয়েন্ট, তবে নেট রান রেটে এগিয়ে ছয়ে দলটি। স্বাগতিক ভারতসহ টেবিলের শীর্ষ পাঁচ দল সরাসরি ওয়ানডে বিশ্বকাপে খেলার সুযোগ পাবে। তৃতীয় ওয়ানডেতে ওয়েস্ট ইন্ডিজকে হারাতে পারলে নিউজিল্যান্ডকে টপকে যেত বাংলাদেশ।

সেই লক্ষ্যে টস জিতে আগে ব্যাটিংয়ের সিদ্ধান্ত নিয়েছিলেন অধিনায়ক নিগার সুলতানা। শুরুটা ভালো হয়নি। দলীয় ৬ রানে দ্বিতীয় ওভারে ফিরে যান ওপেনার মুর্শিদা। দ্বিতীয় উইকেটে ৬২ রানের জুটি হয় ফারজানা হক ও শারমিন আক্তারের। ২০তম ওভারে ব্যক্তিগত ২২ রানে অ্যাফি ফ্লেচারের শিকার হন ফারজানা। মুর্শিদাকে তুলে নেন চেরি–অ্যান ফ্রেসার।

দলীয় ১০০ রানের আগে আরও ২টি উইকেট হারায় বাংলাদেশ। ২৩তম ওভারে শারমিন ও ৩১তম ওভারে অধিনায়ক নিগার ফিরে যান। বাংলাদেশের ইনিংসে সর্বোচ্চ ৩৭ রান করা শারমিনকে তুলে নেন ক্যারিবিয়ান অধিনায়ক হেইলি ম্যাথুস। ১১ রান করা নিগার হন জাইদা জেমসের শিকার। ৩০.৫ ওভারে ৪ উইকেটে ৯৪ থেকে ২৪ রান তুলতে বাকি ৬ উইকেট হারায় বাংলাদেশ। এই পথে বাংলাদেশ খেলেছে আরও ১৩ ওভার।

পতনের শুরুটা ৩৫তম ওভারের শেষ বলে দলীয় ১০৭ রানে ফাহিমা খাতুনের রান আউট হওয়ার মধ্য দিয়ে। ৯ ওভারে ১১ রানে শেষ ৬ উইকেট হারায় বাংলাদেশ। শেষ পাঁচ ব্যাটারের মধ্যে চারজনই আউট হন শূন্য রানে। পাঁচে নামা সোবহানা মোস্তারি ৬২ বলে ২৫ রান করে পতনের মিছিলের বিপরীতে দাঁড়িয়ে পাল্টা লড়াইয়ের চেষ্টা করেন। দলীয় ১১৮ রানে তিনি আউট হওয়ার দুই বল পরই অলআউট হয় বাংলাদেশ। ওয়েস্ট ইন্ডিজের হয়ে মাত্র ৬.৫ ওভারে ১২ রানে ৪ উইকেট নেন অফ স্পিনার কারিশমা রামহারাক। এটি তাঁর ক্যারিয়ারসেরা বোলিং।অনলাইনে লাইভ খেলা দেখুন

স্বল্প পুঁজি নিয়ে বোলিংয়ে বেশিক্ষণ লড়তে পারেনি বাংলাদেশ। ১১.৫ ওভার পর্যন্ত টেকা ওপেনিং জুটিতে ৪৫ রান তোলে ওয়েস্ট ইন্ডিজ। ২২ রান করা ম্যাথুসকে ফিরিয়েছেন স্পিনার নাহিদা আক্তার। দলীয় ৭৩ রানে আরেক ওপেনার কিয়ানা জোসেফকে (৩৯) হারানোর পর আর সমস্যায় পড়েনি ওয়েস্ট ইন্ডিজ। ৪৯ রানের অবিচ্ছিন্ন জুটিতে ওয়েস্ট ইন্ডিজের সহজ জয় নিশ্চিত করেন শেমাইনে ক্যাম্পবেল (২৫*) ও দিয়ান্দ্রা ডটিন (৩৩*)।

নিগারদের সামনে এখন তিন ম্যাচের টি–টোয়েন্টি সিরিজ। মঙ্গলবার সেন্ট কিটসে প্রথম টি–টোয়েন্টি।

সংক্ষিপ্ত স্কোর:

বাংলাদেশ: ৪৩.৫ ওভারে ১১৮ (শারমিন ৩৭, সোবহানা ২৫, ফারজানা ২২, নিগার ১১, ফাহিমা ৭, মুর্শিদা ১, মারুফা ১*, কারিশমা ৪/১২, জাইদা ২/১৫, ফ্লেচার ১/২২, ম্যাথুস ১/১৯, ফ্রেসার ১/২৪)।

ওয়েস্ট ইন্ডিজ: ২৭.৩ ওভারে ১২২/২ (কিয়ানা ৩৯, ডটিন ৩৩*, শেমাইন ২৫*, ম্যাথুস ২২; নাহিদা ১/২৫, মারুফা ১/৩৯)।

ফল: ওয়েস্ট ইন্ডিজ ৮ উইকেটে জয়ী।

সিরিজ: ওয়েস্ট ইন্ডিজ ২–১–এ জয়ী

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *