free tracking

My Blog

My WordPress Blog

বন্ধ হওয়ার পথে ফুডপান্ডা!

থাইল্যান্ডে ১৩ বছরের দীর্ঘ সময় পর অনলাইন খাবার ডেলিভারি প্রতিষ্ঠান ফুডপান্ডা তাদের কার্যক্রম বন্ধ করতে যাচ্ছে। জার্মান মালিকানাধীন ডেলিভারি হিরো জানিয়েছে, আগামী ২৩ মে থেকে থাইল্যান্ডে ফুডপান্ডার সেবা বন্ধ হয়ে যাবে। তারা বলেছে, এই পদক্ষেপটি তাদের আঞ্চলিক কৌশলগত পরিকল্পনার অংশ, যা পূর্বে ডেনমার্ক ও স্লোভাকিয়ার মতো বাজারেও বাস্তবায়িত হয়েছে।

২০১২ সালে থাইল্যান্ডে কার্যক্রম শুরু করে ফুডপান্ডা। শুরুতে এটি ব্যাপক জনপ্রিয়তা পেলেও, আর্থিক দিক থেকে প্রতিষ্ঠানটি কখনো লাভের মুখ দেখেনি। ২০২৩ সালে ফুডপান্ডা থাইল্যান্ড প্রায় ৩.৮৪ বিলিয়ন থাই বাথ আয় করলেও, একই বছরে তাদের লোকসান হয় ৫২২ মিলিয়ন থাই বাথ। ২০১৯ থেকে ২০২৩ সাল পর্যন্ত মোট লোকসানের পরিমাণ বেড়ে দাঁড়ায় ১৩.৩৬ বিলিয়ন থাই বাথ (প্রায় ৩৮০ মিলিয়ন ডলার)।

থাইল্যান্ডের খাবার ডেলিভারি বাজারে তীব্র প্রতিযোগিতা এবং উচ্চ খরচের কারণে ফুডপান্ডা লাভজনক হতে পারেনি। এই পরিস্থিতিতে, প্রতিষ্ঠানটি লাভজনক এশীয় বাজারগুলোর দিকে মনোযোগ দিতে চায়। তবে, থাইল্যান্ডে তাদের আঞ্চলিক টিম নিয়মিত কার্যক্রম চালিয়ে যাবে।

ফুডপান্ডার এই পদক্ষেপ থাইল্যান্ডের খাবার ডেলিভারি সেক্টরে একটি বড় পরিবর্তন হিসেবে দেখা হচ্ছে। গ্র্যাব, লাইনম্যান এবং রোবিনহুডের মতো অন্যান্য প্রতিযোগীরা এই বাজারে নিজেদের অবস্থান শক্তিশালী করতে কাজ করছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *