free tracking

My Blog

My WordPress Blog

এবার নিজ দেশেই বিমান হামলা চালালো ভারত!

ভারতীয় বিমান বাহিনী (IAF) তাদেরই দেশের মাটিতে বেসামরিক একটি স্থাপনায় হামলা চালিয়েছে। এ ঘটনায় দ্রুত বিবৃতি দিয়ে বিমান বাহিনী দাবি করেছে, এটি “অসাবধানতাবশত” ঘটেছে। শুক্রবার সকালে মধ্যপ্রদেশের শিবপুরী জেলার পিছোর এলাকায় এ ঘটনা ঘটে।

ভারতীয় গণমাধ্যমের খবরে বলা হয়, শিক্ষক মনোজ সাগরের বাড়ির ছাদে সকাল ১১টার দিকে বিকট শব্দে একটি ভারী ধাতব বস্তু আছড়ে পড়ে। বিস্ফোরণের ফলে ছাদে ফাটল দেখা দেয় এবং উঠানে তৈরি হয় প্রায় ৮-১০ ফুট গভীর একটি গর্ত। মুহূর্তেই কেঁপে ওঠে আশপাশের এলাকা।

ঘটনার সময় শিক্ষক মনোজ সাগর তার সন্তানদের নিয়ে ঘরে খাবার খাচ্ছিলেন এবং তার স্ত্রী ছিলেন রান্নাঘরে। সৌভাগ্যক্রমে বাড়ির কেউ হতাহত হননি। তবে বাড়ির দুটি কক্ষ সম্পূর্ণভাবে ক্ষতিগ্রস্ত হয় এবং একটি গাড়িও ধ্বংসাবশেষের নিচে পড়ে ক্ষতিগ্রস্ত হয়।

ঘটনার পরপরই ভারতীয় বিমান বাহিনীর পক্ষ থেকে সামাজিক যোগাযোগমাধ্যম ‘এক্স’-এ দেওয়া এক বিবৃতিতে জানানো হয়, একটি “অ-বিস্ফোরক বায়বীয় স্টোর” (non-explosive aerial store) অসাবধানতাবশত বিমান থেকে পড়ে যায়। এতে যে ক্ষয়ক্ষতি হয়েছে, তার জন্য তারা দুঃখ প্রকাশ করেছে এবং ঘটনার তদন্ত শুরু হয়েছে বলেও জানানো হয়।

পুলিশ ও প্রশাসনের একটি দল ঘটনাস্থলে পৌঁছে বাড়িটি ঘিরে ফেলে। শিবপুরীর পুলিশ সুপার আমান সিং রাঠোর জানান, ঘটনার উৎস জানতে তদন্ত চলছে। সাব-ডিভিশনাল পুলিশ অফিসার (এসডিপিও) প্রশান্ত শর্মা বলেন, “পড়ার বস্তুটি অত্যন্ত শক্ত এবং তাতে পোড়ার চিহ্ন রয়েছে। আমরা গোয়ালিয়র বিমানঘাঁটির সঙ্গে যোগাযোগ করেছি।”

ঘটনাটি এমন এক সময় ঘটল, যখন কাশ্মীরে ভয়াবহ সন্ত্রাসী হামলার পর ভারত ও পাকিস্তানের মধ্যে উত্তেজনা চরমে পৌঁছেছে। ২২ এপ্রিলের ওই হামলায় অন্তত ২৬ জন নিহত হন। এর পরপরই ভারত পাকিস্তানের বিরুদ্ধে কড়া অভিযোগ তুলে সিন্ধু চুক্তি বাতিলসহ একাধিক কূটনৈতিক পদক্ষেপ নেয়। পাল্টা প্রতিক্রিয়ায় পাকিস্তানও ভারতের আকাশসীমা বন্ধ করে দেয় এবং দু’দেশের নেতারা পরস্পরের বিরুদ্ধে আক্রমণাত্মক বক্তব্য দিতে শুরু করেন।

এই অবস্থায় জাতিসংঘ উভয় পক্ষকে শান্ত থাকার আহ্বান জানিয়েছে। তবে এর মাঝেই ভারতের অভ্যন্তরেই এমন ‘দুর্ঘটনা’ বড় ধরনের উদ্বেগ তৈরি করেছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *