পদ্মার এপারে ২১ জেলায় জাতীয় গ্রিড ফেইল করেছে। গ্রিড ফেইলরের কারণে এই ২১ জেলায় বিকেল ৫টা ৪৯ মিনিট থেকে ৬টা ৫২ মিনিট পর্যন্ত বিদ্যুৎ ছিল না বলে জানিয়েছে বিদ্যুৎ বিতরণ কর্তৃপক্ষ।
ওজোপাডিকো, নির্বাহী প্রকৌশলী মনজুল কুমার স্বর্ণকার জানান, গ্রিড ফেইল হওয়ার কারণে এই সমস্যা দেখা দিয়েছে।
বরিশাল পাওয়ার গ্রিডের নির্বাহী প্রকৌশলী আখতারুজ্জামান পলাশ বলেন, ‘বরিশাল বিভাগের বাইরে গ্রিড ফেইলর কারণে এই সমস্যা দেখা দিয়েছে।
এটি বরিশাল বিভাগের বাইরে হওয়ায় এখন পর্যন্ত আমরা নির্দিষ্ট করতে পারিনি কোথায় সমস্যা হয়েছিল। তবে এখন বিদ্যুৎ চলে এসেছে। বিদ্যুৎ বিপর্যয়ের কারণ খতিয়ে দেখা হচ্ছে।’
এদিকে বিদ্যুৎ না থাকায় বরিশাল বিভাগের ৬ জেলাসহ পদ্মার এপারের ২১ জেলায় এক ঘণ্টারও অধিক সময় বেশি বিদ্যুৎ সরবরাহ বন্ধ ছিল।
Leave a Reply