জনপ্রিয় কনটেন্ট ক্রিয়েটর মিশা আগারওয়াল মারা গেছেন। মৃত্যুকালে তার বয়স হয়েছিল মাত্র ২৪ বছর। নিজের কনটেন্টে হাস্যরসের মাধ্যমে অনুরাগীদের মাতিয়ে রাখতেন মিশা। সোশ্যাল মিডিয়ায় মিশার জনপ্রিয়তা ছিল চোখে পড়ার মতো।
তার মৃত্যুর খবরে হতবাক অনুরাগীরা। অনেকে বিশ্বাসেই করতে পারছেন না এ সংবাদ।
ভারতীয় গণমাধ্যমের প্রতিবেদন অনুসারে, ২৪ এপ্রিল তার মৃত্যু হলেও, ২৫ এপ্রিল পরিবার এই খবর আনুষ্ঠানিকভাবে প্রকাশ করে। মিশার অকালপ্রয়াণে শোকের ছায়া নেমে এসেছে তার অনুরাগী মহলে।
ইনস্টাগ্রামে তার ফলোয়ারের সংখ্যা সাড়ে তিন লক্ষেরও বেশি। মূলত কমেডি ভিডিও নির্মাণের মাধ্যমে দর্শকদের মন জয় করেছিলেন মিশা। তার প্রায় প্রতিটি ভিডিওই ভাইরাল হয়ে উঠত মুহূর্তের মধ্যে।
জানা গেছে, ২৬ এপ্রিল ছিল মিশার জন্মদিন।
বেঁচে থাকলে ২৫ বছরে পা দিতেন তিনি। তার আগেই, জীবনের পথচলা থেমে গেল এই তরুণ প্রতিভার। মিশার বাবা-মা একটি আনুষ্ঠানিক বিবৃতির মাধ্যমে তার মৃত্যুর খবর জানান।
ইনস্টাগ্রামে প্রকাশিত ওই বিবৃতিতে তারা লেখেন, ‘ভারাক্রান্ত হৃদয়ে জানাচ্ছি, আপনাদের প্রিয় মিশা আগারওয়াল আর আমাদের মধ্যে নেই। আপনারা যেভাবে মিশাকে ভালোবেসেছেন ও সমর্থন করেছেন, তার জন্য আমরা চিরকাল কৃতজ্ঞ।
বাবা-মা হিসেবে আমরা মিশার জন্য গর্বিত। অনুরোধ, মিশাকে আপনাদের স্মৃতিতে জায়গা দিন।’
তবে মিশার মৃত্যুর কারণ সম্পর্কে এখনও পর্যন্ত কোনো সুস্পষ্ট তথ্য প্রকাশ্যে আসেনি। কীভাবে তার মৃত্যু ঘটল, তা ঘিরে তৈরি হয়েছে নানা জল্পনা। তাঁর বাবা-মা এই সময় আর কোনও তথ্য দিতে প্রস্তুত নন বলে জানিয়েছেন।
Leave a Reply