free tracking

My Blog

My WordPress Blog

গোল,গোল,গোল ৬-০ গোলে শেষ হলো ব্রাজিল বনাম আর্জেন্টিনার ফুটবল ম্যাচ

সিনিয়র দল হোক কিংবা যুব দল, যেকোনো পর্যায়েই দুই চিরপ্রতিদ্বন্দ্বীর লড়াই যেন বিশেষ উত্তাপ ছড়ায়। ফুটবলে ব্রাজিল-আর্জেন্টিনা ম্যাচ মানেই যেন অন্যরকম এক আবহ। এবার দক্ষিণ আমেরিকার অনূর্ধ্ব-২০ চ্যাম্পিয়নশিপে ব্রাজিলকে বড় লজ্জায় ডোবালো আর্জেন্টিনা। ব্রাজিলকে ৬-০ গোল বিধ্বস্ত করে নতুন রেকর্ড গড়েছে আর্জেন্টিনা।

যুব কোপার সবশেষ ৭১ বছরের ইতিহাসে এত বড় ব্যবধানে আগে কখনোই হারেনি ব্রাজিল। দক্ষিণ আমেরিকার অনূর্ধ্ব-২০ পর্যায়ের এই চ্যাম্পিয়নশিপে সর্বশেষ কলম্বিয়ার কাছে ৬-০ গোলে হেরেছিল বলিভিয়া, সেটাও ২০১৩ সালে। ১৯৪০ সালে সবশেষ আর্জেন্টিনার কাছে রোকা কাপে ব্রাজিল হেরেছিল ৬-১ গোলে। সেটাই ছিল এখন পর্যন্ত আর্জেন্টিনার বিপক্ষে ব্রাজিলের সবচেয়ে বড় হার।

স্পেনের ভ্যালেন্সিয়ায় মিসায়েল দেলগাদো স্টেডিয়ামে ম্যাচের ৬ মিনিটের মাথায় ইয়ার সুবিয়াব্রের গোলে এগিয়ে যায় আর্জেন্টিনা। সেই শুরু, এরপর ব্রাজিলের জালে একে একে আরও পাঁচবার বল জড়িয়েছেন তারা। ৮ম মিনিটের মাথায় লিড দ্বিগুণ করেন এচেভেরি। ১১ মিনিটের মাথায় আত্মঘাতী গোল করেন ব্রাজিলের ইগর সেরাতো।

দ্বিতীয়ার্ধে জোড়া গোল পেয়েছেন আর্জেন্টিনা অগাস্টিন রুবের্ততো। ব্রাজিলের কফিনে শেষ পেরেক ঠুকে দেন এচেভেরি। শেষ পর্যন্ত ৬-০ ব্যবধানের বিশাল জয় নিয়েই মাঠ ছাড়ে আর্জেন্টিনা।

লাতিন আমেরিকার এই যুব টুর্নামেন্টের সেরা চার দল খেলবে ফিফা অনূর্ধ্ব-২০ টুর্নামেন্টে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *