শিগগিরই সরকারি প্রাথমিক বিদ্যালয়ে সহকারী শিক্ষক নিয়োগের জন্য একটি বড় পরিসরের নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করতে যাচ্ছে প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়। এবার প্রায় ৪০ হাজার পদে শিক্ষক নিয়োগ দেওয়ার পরিকল্পনা রয়েছে বলে সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে।
প্রাথমিক শিক্ষা অধিদপ্তরের সর্বশেষ তথ্য অনুযায়ী, বর্তমানে ৮ হাজার ৪৩টি সহকারী শিক্ষকের পদ শূন্য রয়েছে। এদিকে চলতি বছরেই প্রায় ৩০ হাজার সহকারী শিক্ষককে পদোন্নতি দিয়ে প্রধান শিক্ষক পদে নিয়োগ দেওয়া হবে। ফলে সহকারী শিক্ষকের শূন্যপদের সংখ্যা দ্রুত বাড়ছে।
নিয়োগ প্রক্রিয়ার জন্য প্রস্তুত করা খসড়া নীতিমালায় বেশ কিছু গুরুত্বপূর্ণ পরিবর্তনের প্রস্তাব করা হয়েছে। এক মন্ত্রণালয় কর্মকর্তার বরাতে জানা গেছে, নারী ও পোষ্য কোটা বাতিলের প্রস্তাব রাখা হয়েছে খসড়ায়। কেবল ৭ শতাংশ কোটাই বহাল রাখা হবে বলে জানা যায়।
বর্তমানে খসড়াটি জনপ্রশাসন মন্ত্রণালয়ে পর্যালোচনার জন্য রয়েছে। চূড়ান্ত অনুমোদন পাওয়ার পরই নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করা হবে।
Leave a Reply