free tracking

My Blog

My WordPress Blog

শেখ হাসিনা আসবে, বাংলাদেশ হাসবে!

নিজস্ব প্রতিবেদক: রাজনৈতিক নিষ্ক্রিয়তার ছায়া কাটিয়ে ফরিদপুর সদরে আবারও রাজপথে সরব হলো আওয়ামী লীগের সহযোগী সংগঠন যুবলীগ। গত বছরের ৫ আগস্ট আওয়ামী লীগ সরকার ক্ষমতাচ্যুত হওয়ার পর এ প্রথম জেলা সদরে দলীয় শতাধিক নেতাকর্মীদের অংশগ্রহণে একটি মিছিল করে সংগঠনটি। তবে এ বিষয়ে মোটেই অবগত ছিলেন না বলে দাবি করেছেন কোতোয়ালি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি)।

মঙ্গলবার রাত ৮টায় ঢাকা-খুলনা মহাসড়কের ধুলদী জোড়া ব্রিজ সংলগ্ন এলাকায় মিছিলটি হয়। আওয়ামী লীগ সমর্থিত নেতাকর্মীরা মিছিলের ২৮ সেকেন্ডের একটি ভিডিও তাদের সামাজিক যোগাযোগর মাধ্যম ফেসবুকে পোস্ট করেছে।

ভিডিওটিতে দেখা যায়, দলীয় পতাকা, ব্যানার ও পোস্টারে সুসজ্জিত মিছিলটি ফরিদপুর সদরের ধুলদি জোড়া ব্রিজ এলাকার ঢাকা-খুলনা মহাসড়কে শতাধিক নেতাকর্মীর উপস্থিতিতে শেখ হাসিনাকে নিয়ে স্লোগান দিচ্ছে। স্লোগান ছিলো ‘শেখ হাসিনা আসবে, বাংলাদেশ হাসবে’, ‘জয় বাংলা, জয় বঙ্গবন্ধু’।

ভিডিওটিতে আরও দেখা যায়, মিছিলের নেতৃত্ব দিচ্ছে ফরিদপুর জেলা আওয়ামী যুবলীগ নেতা দেবাশীষ নয়ন ও বোয়ালমারী উপজেলা যুবলীগ নেতা মিয়া গালিবুর রহমান। তাদের সঙ্গে ছিল ছাত্রলীগ, যুবলীগসহ অঙ্গ ও সহযোগী সংগঠনের শতাধিক নেতাকর্মী।

এ ব্যাপারে দেবাশীষ নয়ন জানান, এই মিছিল শুধু একটি রাজনৈতিক কর্মসূচি নয়, বরং এটি একটি বার্তা মাঠে ফিরছে আওয়ামী লীগ, সংগঠনের শক্তি ও ঐক্যের প্রতিচ্ছবি দেখাতেই এই আয়োজন।

ফরিদপুর কোতোয়ালি থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আসাদ উজ্জামান বলেন, এ ব্যাপারে আমার কোনো বক্তব্য নেই। ফরিদপুর শহরে বা ফরিদপুরে কোথাও মিছিল হয়েছে এ তথ্য আমার জানা নেই।

মুয়াজ/

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *