free tracking

My Blog

My WordPress Blog

ঈদুল আজহার সম্ভাব্য তারিখ ও ছুটি ঘোষণা করলো সৌদি-আরব আমিরাত!

পবিত্র হজের আনুষ্ঠানিকতা শেষ হয় যে উৎসবে, তা হলো ঈদুল আজহা। আর ২০২৫ সালে এই মহোৎসবটি অনুষ্ঠিত হতে পারে ৬ জুন, শুক্রবার। সৌদি আরব ও মধ্যপ্রাচ্যের জ্যোতির্বিদদের হিসাব অনুযায়ী, ওই দিনই উদযাপিত হবে কোরবানির ঈদ। এর আগের দিন, অর্থাৎ ৫ জুন, পালন করা হবে আরাফাত দিবস।

চাঁদ দেখলেই চূড়ান্ত সিদ্ধান্ত

ঈদের নির্দিষ্ট দিন নির্ভর করে চাঁদ দেখার উপর। সৌদি আরবের চাঁদ দেখা কমিটি ২৭ মে সন্ধ্যায় বৈঠকে বসবে এবং জিলহজ মাসের চাঁদ অনুসন্ধান করবে। আমিরাত জ্যোতির্বিদ্যা সোসাইটির চেয়ারম্যান ইব্রাহিম আল-জারওয়ানের মতে, ২৭ মে সকালেই জিলহজের চাঁদ আধুনিক যন্ত্রের সাহায্যে দেখা সম্ভব।

যদি ২৭ মে চাঁদ দেখা যায়, তবে ২৮ মে থেকে জিলহজ শুরু হবে এবং ১০ জিলহজ অর্থাৎ ৬ জুনে ঈদুল আজহা অনুষ্ঠিত হবে। তবে চূড়ান্ত ঘোষণা আসবে চাঁদ দেখার পরই।

হজের শিখর মুহূর্ত: আরাফাত দিবস

হজের সবচেয়ে গুরুত্বপূর্ণ অংশ হলো আরাফাত দিবস। এ বছর সেটি হতে পারে ৫ জুন। এদিন বিশ্বের লক্ষাধিক হজযাত্রী সমবেত হবেন মক্কার অদূরে ঐতিহাসিক আরাফাতের ময়দানে। ইসলামের দৃষ্টিতে, এই দিনেই আল্লাহ তাঁর বান্দাদের গুনাহ মাফ করে দেন এবং বান্দার সঙ্গে সবচেয়ে বেশি ঘনিষ্ঠ হন।

মধ্যপ্রাচ্যে ছুটি শুরু

আরব আমিরাত ইতোমধ্যেই ঈদ উপলক্ষে সরকারি ছুটির ঘোষণা দিয়েছে। দেশটির মন্ত্রিসভা ৫ জুনকে আরাফাত দিবস এবং ৬ থেকে ৮ জুন পর্যন্ত ঈদের ছুটি নির্ধারণ করেছে। সৌদি আরব, কাতার ও কুয়েতেও অনুরূপ ছুটি ঘোষণা আসার সম্ভাবনা রয়েছে।

ঈদুল আজহার তাৎপর্য

ঈদুল আজহা শুধু একটি উৎসব নয়, এটি ত্যাগ, ধৈর্য এবং আল্লাহর প্রতি নিষ্ঠার প্রতীক। হজরত ইব্রাহিম (আ.) আল্লাহর আদেশ পালনে যেভাবে তাঁর পুত্রকে কোরবানি দিতে প্রস্তুত হয়েছিলেন, সেই ত্যাগের শিক্ষাই এদিন মুসলমানরা পালন করেন পশু কোরবানির মাধ্যমে। এই কোরবানি মূলত আল্লাহর সন্তুষ্টির উদ্দেশ্যে আত্মত্যাগের এক বাস্তব রূপ।

গুরুত্বপূর্ণ তথ্য এক নজরে

ঈদুল আজহা শুধু উৎসব নয়, এটি একটি আত্মশুদ্ধির উপলক্ষ। চাঁদ দেখা গেলেই শুরু হবে কোরবানির ঈদের প্রস্তুতি, বাজারে জমে উঠবে পশু কেনাবেচা, আর পরিবারে তৈরি হবে আনন্দঘন পরিবেশ। তবে ঈদের মূল শিক্ষা যেন আমাদের হৃদয়ে গেঁথে থাকে—তা হলো আত্মত্যাগ, সহানুভূতি এবং আল্লাহর প্রতি গভীর ভালোবাসা।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *