free tracking

My Blog

My WordPress Blog

যুক্তরাষ্ট্রে গিয়েই বিয়ে? যা জানালেন জায়েদ খান!

চিত্রনায়ক জায়েদ খানকে ঘিরে সামাজিক মাধ্যমে নতুন করে গুঞ্জন ছড়িয়েছে—যুক্তরাষ্ট্রে গিয়ে তিনি নাকি বিয়ে করে লুকিয়ে সংসার করছেন! এই গুঞ্জন ছড়িয়েছে গত কয়েক দিনে, বিশেষ করে ফেসবুক ও কিছু বিনোদনভিত্তিক পেজে। গুজবে দাবি করা হচ্ছে, জায়েদের স্ত্রী একজন মার্কিন প্রবাসী, যার সঙ্গে মিডিয়া জগতের কোনো সম্পর্ক রয়েছে।

তবে এসব গুজবের জবাব দিয়েছেন নিজেই জায়েদ খান। নিউ ইয়র্ক থেকে একটি সংবাদমাধ্যমের সঙ্গে আলাপকালে তিনি বিষয়টিকে ‘সম্পূর্ণ মিথ্যা ও ভিত্তিহীন’ বলে উড়িয়ে দিয়েছেন।

তিনি বলেন, “মানুষের কিছু একটা নিয়ে মজা করতেই হবে, তাই গুজব ছড়ায়। আমি এখন নিউ ইয়র্কে আছি, এখানে ব্যস্ত সময় পার করছি। কয়েকটি নতুন প্রজেক্ট নিয়ে কাজ করছি এবং নিজের জন্য সময় নিচ্ছি। শিগগিরই আপনারা কাজগুলো দেখতে পারবেন।”

জায়েদ খান বলেন, “আমি এখনো বিয়ে করিনি। কখন করবো, সেটাও চূড়ান্ত হয়নি। যেহেতু নিউ ইয়র্কে আছি, এটা আমার স্থায়ী ঠিকানা, তাই আপাতত বিয়ে নিয়ে ভাবছি না।”

তবে গুজব এতটাই ছড়িয়েছে যে, কেউ কেউ দাবি করছেন তিনি এখন ‘হানিমুনে’ রয়েছেন। এ বিষয়ে হাস্যরস করে তিনি বলেন, “আমি না বিয়েই করলাম, আবার হানিমুনেও গেলাম? কী মজার কাণ্ড! কে জানে, কাল না আবার বাবা হওয়ার খবরও শুনবেন!”

সামাজিক মাধ্যমে তার বিয়ের গুজব ঘিরে ভক্তদের মধ্যে মিশ্র প্রতিক্রিয়া দেখা গেছে। কেউ কেউ তার ব্যক্তিগত জীবনকে সম্মান জানানোর আহ্বান জানিয়েছেন, আবার কেউ কেউ উৎসুক হয়ে সত্যতা জানার চেষ্টা করছেন।

অভিনেতা হিসেবে দীর্ঘদিন ধরেই চলচ্চিত্র জগতে সক্রিয় জায়েদ খান। বর্তমানে তিনি যুক্তরাষ্ট্রে থেকে কিছু আন্তর্জাতিক প্রজেক্টে কাজ করছেন বলে জানান। তার ভাষায়, “যেটুকু সময় পাচ্ছি, তা কাজে ও নিজের মানসিক শান্তির জন্য ব্যবহার করছি। সবার দোয়া চাই।”

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *