free tracking

My Blog

My WordPress Blog

তীব্র গরমেও ঘর থাকবে ঠাণ্ডা, ব্যবহার করতে হবে যে রং!

গ্রীষ্মের প্রবল গরমের দিনে ঘর ঠাণ্ডা রাখাই সবথেকে বড় চ্যালেঞ্জ। এসি কিংবা এয়ার কুলার ব্যবহার অনেকেই করেন, কিন্তু তাতে খরচও বাড়ে।

কিন্তু আপনি কখনো ভেবেছেন আপনি চাইলে আপনার ঘরের রং নির্বাচনের মাধ্যমেও ঘর ঠাণ্ডা রাখতে পারেন। এতে শুধু যে আপনার ঘর ঠাণ্ডা থাকবে তাই নয়, আপনার বাড়তি বিদ্যুতের বিলের খরচও অনেকটাই কমে যাবে।

এই ক্ষেত্রে একটা বিশেষ ধরনের রং ব্যবহার করতে হবে আপনার ঘরে, যাকে বলে হিট রিফ্লেক্টিভ পেইন্ট। ঘরের দেয়ালে এই রং লাগালে আপনার ঘর তাপ শোষণ কম করবে, ফলে ঘরের তাপমাত্রাও খুব বেশি বাড়বে না।

এই ধরনের রং সূর্যালোক ও উত্তাপকে প্রতিফলিত করে, ফলে ঘরের ভেতরের তাপমাত্রা তুলনামূলক অনেক কম থাকে।

মেটালিক রং, হালকা রং যেমন হালকা নীল, সাদা কিংবা হালকা হলুদ এই গরমের দিনে আপনার ঘরের তাপমাত্রা কমাবে।

একইসঙ্গে আপনি ইনসুলেটিভ পেইন্টও ব্যবহার করতে পারেন। দেয়ালের ভেতরে তাপ শোষণ ও পরিবহনে বাধা দেয় এই ইনসুলেটিভ পেইন্ট।
ফলে ঘরের বাইরের তাপ ভেতরে গিয়ে পৌঁছায় না। এই কারণেই ঠাণ্ডা থাকে ঘর।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *