My Blog

My WordPress Blog

আবার মুখোমুখি মাঠে ভারত-পাকিস্তান,জেনেনিন সময়

গণমাধ্যমের গুঞ্জন, বিভিন্ন সূত্রের দাবি–এসব কথাতেই আটকে ছিল চ্যাম্পিয়ন্স ট্রফির আয়োজন, সূচি থেকে শুরু করে যাবতীয় হিসেব। ধীরে ধীরে অবশ্য সেসব জটিলতা কাটতে শুরু করেছে। আগেই জানা গয়েছিল, ভারত পাকিস্তানে আসছে না। টুর্নামেন্ট হবে হাইব্রিড মডেলে। যেখানে ভারতের সবকটা ম্যাচ হবে সংযুক্ত আরব আমিরাতে। এমনকি তারা সেমিফাইনাল বা ফাইনাল খেললে সেটাও সেখানেই হবে।অনলাইনে লাইভ খেলা দেখুন

এবারে আরও খানিকটা সূচি সামনে এলো পাকিস্তান ক্রিকেট বোর্ডের কল্যাণে। পিসিবি প্রধান মহসিন নাকভি পাকিস্তানেই বৈঠক করেছেন আমিরাত ক্রিকেট বোর্ডের প্রধান শেখ নাহিয়ান আল মুবারাকের সঙ্গে। সেখান থেকেই জানানো হয়েছে, ২৩ ফেব্রুয়ারি রোববার আরব আমিরাতের মাঠে দেখা হবে ভারত ও পাকিস্তানের।

যদিও ঠিক কোন ভেন্যুতে খেলা হচ্ছে তা জানানো হয়নি। পিসিবি মুখপাত্র আমির মীর বলেন, ‘চ্যাম্পিয়ন্স ট্রফির নিরেপেক্ষ ভেন্যু হিসেবে পিসিবি সংযুক্ত আরব আমিরাতকে বেছে নিয়েছে।’

আগেই জানা গিয়েছিল, আগামী ১৯ ফেব্রুয়ারি থেকে শুরু হয়ে ৯ মার্চ পর্দা নামবে টুর্নামেন্টটির। গণমাধ্যমের প্রতিবেদন বলছে, ১৯ ফেব্রুয়ারি আসরের উদ্বোধনী ম্যাচে নিউজিল্যান্ডের মুখোমুখি হবে আয়োজক পাকিস্তান। ম্যাচটি হবে করাচিতে।চিরপ্রতিদ্বন্দ্বী দুই দেশ ভারত-পাকিস্তানের মধ্যকার হাই-ভোল্টেজ ম্যাচটির জন্য অবশ্য বিবেচনায় সবার চেয়ে এগিয়ে আছে দুবাই আন্তর্জাতিক স্টেডিয়াম।

সম্ভাব্য সূচি অনুযায়ী তিনটি করে ম্যাচ হবে রাওয়ালপিন্ডি ও করাচিতে। এ ছাড়া একটি সেমিফাইনাল ও ফাইনালসহ পাঁচটি ম্যাচ হবে লাহোরে। ভারত-পাকিস্তান ম্যাচসহ তিনটি খেলা নিরপেক্ষ ভেন্যুতে হবে। তবে ভারত শেষ চারে উঠে গেলে প্রথম সেমিফাইনাল হবে নিরেপেক্ষ ভেন্যুতে। প্রথম সেমি হবে ৪ই মার্চ এবং দ্বিতীয় সেমিফাইনাল ৫ই মার্চ।

এছাড়া ভারত ফাইনালে পৌঁছে গেলে লাহোর থেকে সরে গিয়ে আগামী ৯ মার্চ নিরপেক্ষ ভেন্যুতে হবে শিরোপা নির্ধারণী ম্যাচ। দ্বিতীয় সেমিফাইনাল ও ফাইনালের জন্য রিজার্ভ ডে রাখা হয়েছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *