free tracking

My Blog

My WordPress Blog

বিসিবিতে ব্যাপক পরিবর্তন : নতুন করে দায়িত্ব পেলেন যারা!

বাংলাদেশ ক্রিকেট বোর্ডে (বিসিবি) বড় ধরনের পরিবর্তন এসেছে। গত বছরের আগস্টে রাজনৈতিক পরিবর্তনের পর বিসিবিতেও নেতৃত্ব ও কাঠামোগত বদল শুরু হয়। সাবেক সভাপতি নাজমুল হাসান পাপনের পদত্যাগের পর ফারুক আহমেদের সভাপতিত্বে বোর্ডে নতুন পরিকল্পনার বাস্তবায়ন চলছে। আজ (শনিবার) অনুষ্ঠিত বোর্ড সভায় স্ট্যান্ডিং কমিটির পুনর্গঠন সম্পন্ন হয়েছে, যেখানে বেশ কয়েকজন পরিচালক নতুন দায়িত্ব পেয়েছেন।

বিসিবির বিভিন্ন বিভাগে নতুন চেয়ারম্যান হিসেবে দায়িত্ব পেয়েছেন:

ক্রিকেট অপারেশন্স কমিটি: নাজমুল আবেদিন ফাহিমফাইন্যান্স কমিটি: ফাহিম সিনহাডিসিপ্লিনারি কমিটি: সাইফুল আলম স্বপন চৌধুরিগেম ডেভেলপমেন্ট কমিটি: ফাহিম সিনহাটুর্নামেন্ট কমিটি: আকরাম খানবয়সভিত্তিক টুর্নামেন্ট কমিটি: সাইফুল আলম স্বপন চৌধুরিগ্রাউন্ডস কমিটি: মাহবুব আনামফ্যাসিলিটি ম্যানেজমেন্ট কমিটি: আকরাম খানআম্পায়ার্স কমিটি: ইফতেখার রহমান মিঠুমার্কেটিং অ্যান্ড কমার্শিয়াল কমিটি: ফারুক আহমেদমেডিকেল কমিটি: মঞ্জুরুল আলমটেন্ডার কমিটি: মাহবুব আনামমিডিয়া অ্যান্ড কমিউনিকেশন কমিটি: ইফতেখার রহমান মিঠুগত বছরের ৫ আগস্ট শেখ হাসিনার সরকারের পতনের পর বিসিবির সভাপতির পদ ছাড়েন নাজমুল হাসান পাপন। এরপর একে একে পদত্যাগ করেন বেশ কয়েকজন প্রভাবশালী পরিচালক, যার মধ্যে ছিলেন জালাল ইউনুস, আহমেদ সাজ্জাদুল আলম ববি, নাঈমুর রহমান দুর্জয় এবং খালেদ মাহমুদ সুজন। এছাড়া সাবেক ক্রিকেটার এনায়েত হোসেন সিরাজও পরিচালকের পদ থেকে সরে দাঁড়ান।

পরবর্তী সময়ে জালাল ইউনুস ও সাজ্জাদুল আলম ববির স্থলে জাতীয় ক্রীড়া পরিষদের (এনএসসি) মনোনীত কাউন্সিলর হিসেবে বিসিবির পরিচালক হন ফারুক আহমেদ ও নাজমুল আবেদিন ফাহিম।

নতুন দায়িত্বপ্রাপ্তদের মধ্যে অভিজ্ঞ ক্রীড়া সংগঠক নাজমুল আবেদিন ফাহিম ক্রিকেট অপারেশন্স কমিটির নেতৃত্বে এসেছেন। তার নিয়োগ নিয়ে ইতোমধ্যেই ক্রিকেট বিশেষজ্ঞদের মধ্যে ইতিবাচক আলোচনা শুরু হয়েছে। ফাহিম বলেন, “আমাদের লক্ষ্য ক্রিকেটারদের উন্নয়ন নিশ্চিত করা এবং ঘরোয়া ক্রিকেটকে আরও মজবুত করা।”

অন্যদিকে, মিডিয়া ও আম্পায়ার্স কমিটির দায়িত্বপ্রাপ্ত ইফতেখার রহমান মিঠু বলেন, “বোর্ডের সব বিভাগে স্বচ্ছতা ও কার্যকর পদক্ষেপ নিশ্চিত করার জন্য আমরা একসঙ্গে কাজ করব।”

বিসিবি এখন খেলোয়াড়দের উন্নয়ন, ঘরোয়া ক্রিকেটের মানোন্নয়ন, এবং সুষ্ঠু প্রশাসনিক কার্যক্রমে মনোযোগ দিচ্ছে। নতুন স্ট্যান্ডিং কমিটির দায়িত্বপ্রাপ্তদের ওপর বিসিবির ভাবমূর্তি পুনর্গঠনের গুরুদায়িত্ব অর্পিত হয়েছে।

বিসিবির ভেতরে এই নতুন নেতৃত্বের মাধ্যমে ক্রিকেট অঙ্গনে ইতিবাচক পরিবর্তনের প্রত্যাশা করছে পুরো দেশ।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *