free tracking

My Blog

My WordPress Blog

পাক-ভারত দ্বন্দ্বে নতুন মোড় ’আফগান ট্রাক’

কাশ্মীরের পেহেলগামে ২২ এপ্রিলের প্রাণঘাতী হামলার পর ভারত-পাকিস্তানের মধ্যে কূটনৈতিক উত্তেজনা চরমে পৌঁছেছে। হামলায় ২৬ জন নিহত হন, যাদের বেশিরভাগই ছিলেন পর্যটক। ভারত সন্দেহভাজনভাবে সীমান্ত পারাপারের সম্পৃক্ততা উল্লেখ করলেও কোনো প্রমাণ উপস্থাপন করেনি। পাকিস্তান এই অভিযোগ প্রত্যাখ্যান করে নিরপেক্ষ তদন্তের দাবি জানিয়েছে।

এ অবস্থায় ভারত তাৎক্ষণিকভাবে পাকিস্তান থেকে আসা বা পাকিস্তান হয়ে আসা সব ধরনের পণ্য আমদানি নিষিদ্ধ করেছে এবং পাকিস্তান থেকে আগত মেইল ও পার্সেল আদান-প্রদানও স্থগিত করেছে। ভারতের ডিরেক্টরেট জেনারেল অব ফরেইন ট্রেড (DGFT) জানিয়েছে, এই সিদ্ধান্ত জাতীয় নিরাপত্তা ও জনস্বার্থ রক্ষার জন্য নেওয়া হয়েছে।

পাল্টা ব্যবস্থা হিসেবে পাকিস্তান সীমান্ত বাণিজ্য বন্ধ, ভারতীয় উড়োজাহাজের জন্য আকাশসীমা বন্ধ এবং ভারতীয় কূটনীতিকদের বহিষ্কারসহ একাধিক পদক্ষেপ নিয়েছে। তবে এর মাঝেই ১৫০টি আফগান ট্রাককে ভারতে পণ্য পৌঁছে দিতে ওয়াঘা সীমান্ত পার করার অনুমতি দেয় ইসলামাবাদ।

ভারতের যোগাযোগ মন্ত্রণালয় জানিয়েছে, সব ধরনের এয়ার ও সারফেস রুটের মাধ্যমে পাকিস্তান থেকে আগত মেইল ও পার্সেল আদান-প্রদান স্থগিত থাকবে। একই সঙ্গে পাকিস্তানি পতাকাবাহী জাহাজগুলোর ভারতীয় বন্দরে প্রবেশ নিষিদ্ধ করা হয়েছে এবং ভারতীয় জাহাজগুলোও পাকিস্তানে যেতে পারবে না।

সামাজিক যোগাযোগমাধ্যমেও কড়াকড়ি আরোপ করেছে ভারত। পাকিস্তানের প্রধানমন্ত্রী শেহবাজ শরিফ, প্রতিরক্ষামন্ত্রী খাজা আসিফ এবং আইএসপিআরের ইউটিউব চ্যানেলসহ অনেক প্রোফাইল ভারতীয় ব্যবহারকারীদের জন্য ব্লক করে দেওয়া হয়েছে।

অন্যদিকে, ভারত LoC এলাকায় কথিত সন্ত্রাসী শিবির থাকার দাবি করলেও পাকিস্তান তা “মিথ্যা ও ভিত্তিহীন” বলে প্রত্যাখ্যান করেছে। বিষয়টি খণ্ডাতে সাংবাদিকদের জন্য সীমান্ত সফরের আয়োজন করেছে পাকিস্তান সরকার।

পাকিস্তান জানিয়েছে, দেশটি শান্তিতে বিশ্বাসী এবং সন্ত্রাসবাদের বিরুদ্ধে। তবে ভারতের যেকোনো আগ্রাসনের জবাব উপযুক্তভাবে দেওয়া হবে বলে হুঁশিয়ারি দিয়েছে ইসলামাবাদ।

সূত্র: https://www.dawn.com/news/1908171/india-bans-all-imports-from-pakistan-suspends-inbound-mail-as-tensions-grow

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *