হিন্দি টেলভিশনের অত্যন্ত জনপ্রিয় শো ‘বিগ বস’। আর এই শো থেকেই অনেকে তারকাখ্যাতি পেয়েছেন। যাদের মধ্যে রয়েছেন অভিনেত্রী হিমাংশী খুরানা। বিগ বসের ঘর থেকেই বেশ আলোচিত এ অভিনেত্রী।
আলোচনায় তার প্রেমজীবনও।
বছর দুয়েক আগে প্রেম ভেঙেছে হিমাংশী খুরানার। তিনি কিন্তু মুষড়ে পড়েননি! উল্টো, তিনি নাকি আরও ‘আবেদনময়ী ’ হয়েছেন! সম্প্রতি এমনটাই জানালেন ‘বিগ বস ১৩’-খ্যাত এ অভিনেত্রী।
হিমাংশী জানান, “বিচ্ছেদ নিয়ে আমার মত, যত বার পুরুষ আমায় হতাশ করেছে, তত বার আমার যৌন আকর্ষণ আরও বেড়েছে! এটি পরীক্ষিত সত্য।
”
হিমাংশীর এ বক্তব্যে তার সাহসিকতার প্রশংসায় পঞ্চমুখ অনুরাগীরা। তাদের মতে, এভাবে খোলামেলা নিজের বাস্তবিকতা প্রকাশ করার সাহস কয়জনের আছে? হিমাংশীর নতুন জীবনের জন্য অগ্রিম শুভকামনাও জানাতে দেখা গেছে অনেককে।
হিমাংশী খুরানা এবং অসীম রিয়াজের প্রেম জীবন ছিল বেশ চর্চায়। দুজনেই ‘বিগ বস ১৩’-র প্রতিযোগী ছিলেন।
সেখান থেকে সম্পর্ক তৈরি হয় তাদের। সময় এগিয়েছে সম্পর্ক গাঢ় হয়েছে। তবে যখনই তাদের বিয়ের খবর রটে, তখনই তাদের প্রেম ভাঙার খবরও প্রকাশ হয়। ২০২৩ সালে সম্পর্কের সুতো ছিঁড়ে আলাদা হন অসীম-হিমাংশী। ভিনধর্মী বলেই পরস্পর বিচ্ছিন্ন হয়ে যাচ্ছেন, সামাজিক যোগাযোগ মাধ্যমে জানিয়েছিলেন সেই খবর।

বর্তমানে হিমাংশী নিজের ব্যক্তিগত জীবন গোপন রেখেছেন। ঘুরছেন, ফিরছেন। সোশ্যাল মিডিয়ায় নিজের হালচাল প্রকাশ করছেন। সম্প্রতি বেড়াতে গিয়েছিলেন হিমাংশী। কখনও তিনি বইয়ের পাতায় ডুবে থাকেন। কখনও তিনি প্রকৃতির মাঝে হারিয়ে যান । এভাবেই জীবনকে প্রতি মুহূর্তে উপভোগ করছেন এ অভিনেত্রী।
Leave a Reply