free tracking

My Blog

My WordPress Blog

হাসনাতের ওপর হামলাকারীদের সহায়তার আহ্বান ছাত্রদল নেতার!

গাজীপুর নগরীর চান্দনা চৌরাস্তা এলাকায় জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) মুখ্য সংগঠক (দক্ষিণাঞ্চল) হাসনাত আব্দুল্লাহর গাড়িতে হামলার ঘটনা ঘটেছে।

রবিবার সন্ধ্যায় এই হামলার সময় গাড়িতে থাকা হাসনাত আব্দুল্লাহ হাতে আঘাতপ্রাপ্ত হয়েছেন। তাকে বহনকারী গাড়িটিতেও ব্যাপক ভাঙচুর চালানো হয়েছে।

এদিকে হাসনাত আব্দুল্লাহর ওপর হামলাকারীদের সহায়তা করার জন্য আহ্বান জানিয়েছেন বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদলের নেতা তামিম তামজীদ উৎস।

জানা যায়, হাসনাতের ওপর হামলার ঘটনায় সারজিস আলমের একটি পোস্ট নিজের ভেরিফায়েড ফেসবুক আইডিতে শেয়ার করেন একটি বেসরকারি বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রদলের যুগ্ম সাধারণ সম্পাদক তামিম তামজীদ উৎস।

123456

পোস্টটি শেয়ার করে তিনি লিখেছেন, ‘সবাই দ্রুত এগিয়ে যান, যারা হামলা করেছে তাদের সাহায্যের হাত বাড়িয়ে দিন।’ এ ছাড়া হাসনাতের ওপর হামলা প্রসঙ্গে দেওয়া আরো বেশ কয়েকজনের পোস্টে একই মন্তব্য করেছেন ছাত্রদলের এ নেতা।

এদিকে তামিম তামজীদ উৎসের এমন মন্তব্যে ক্ষোভ প্রকাশ করেছেন অনেকেই।

তার মন্তব্যের স্কিনশট ছড়িয়ে পড়েছে সামাজিক যোগাযোগ মাধ্যমে।তবে সমালোচনার মুখে নিজের পোস্টের জন্য ক্ষমা চেয়েছেন ছাত্রদলের এ নেতা। নিজের ভেরিফায়েড ফেসবুক আইডিতে দেওয়া এক পোস্টে তিনি বলেন, কিছুক্ষণ আগে আমার করা একটা পোস্ট নিয়ে আমি সকলের কাছে ক্ষমাপ্রার্থী।

‘হাসনাত আব্দুল্লাহ উপরে হামলার তথ্য যখন আমার সামনে আসে তখন আমি সেটা নিয়ে পোস্ট করার জন্য রিফাত রশিদের প্রোফাইলে যাই হাসনাতের উপরে হামলার পরবর্তী কোনো ছবি/ভিডিওর জন্য।

হঠাৎ করে খেয়াল করলাম রিফাত রশিদের প্রোফাইলে পোস্টটা আর দেখা যাচ্ছে না। অতঃপর হামলার নিউজটাকে ভ্রান্ত ভেবে আমি একটি ট্রল পোস্ট করি। পরবর্তীতে যখন হামলার সত্যতা পাই তখন আমি দ্রুততম সময়ের মধ্যে তা ডিলেট করে দেই।’তিনি আরো বলেন, ‘আমর ওই পোস্টের জন্য ব্যক্তিগতভাবে সকলের কাছে ক্ষমা প্রার্থনা করি এবং দ্রুততম সময়ের মধ্যে হামলাকারীদের গ্রেপ্তার এবং বিচার দাবি করছি। একই সাথে পরবর্তী সময়ে যেন কোনো মানুষের উপরে অন্যায়ভাবে হামলা করার সুযোগ কেও না পায় সেজন্য অন্তর্বর্তীকালীন সরকারের কাছে অনুরোধ জানাই দেশে নিরাপত্তা ব্যবস্থার দিকে নজর দেওয়ার জন্য।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *