free tracking

My Blog

My WordPress Blog

আগুন ঘিরে ফেলেছে নেতানিয়াহুকে, পালাবার সব পথ বন্ধ!

ভয়াবহ দাবানল ঘিরে ফেলেছে হাজারো ফিলিস্তিনির ঘাতক বেনিয়ামিন নেতানিয়াহুর ইসরায়েলেকে। আগুনের লেলিহান শিখা যেন এবার প্রতিশোধের রূপ নিয়েছে— দুই দিন ধরে টানা জ্বলতে থাকা দাবানলে বিপর্যস্ত হয়ে পড়েছে দেশটি। রাজধানী তেল আবিব ও অধিকৃত জেরুজালেমের সংযোগকারী প্রধান সড়কটি বন্ধ হয়ে গেছে। দ্রুত ছড়িয়ে পড়া এই দাবানলকে জাতীয় জরুরি অবস্থা ঘোষণা করেছেন নেতানিয়াহু নিজেই।

আন্তর্জাতিক সংবাদমাধ্যমগুলোর বরাতে জানা গেছে, ইসরায়েলের বিভিন্ন এলাকায় আগুন ছড়িয়ে পড়েছে প্রচণ্ড তাপমাত্রা ও তীব্র বাতাসের কারণে। দেশটির উদ্ধার সংস্থা ম্যাগেন ডেভিড অ্যাডম জানিয়েছে, সাম্প্রতিক কয়েক বছরের মধ্যে এটাই সবচেয়ে ভয়াবহ দাবানল, যার ফলে শত শত মানুষের জীবন এখন হুমকির মুখে।

এমতাবস্থায় দেশের সামরিক বাহিনী আগুন নিয়ন্ত্রণে মাঠে নেমেছে। আল জাজিরা এক প্রতিবেদনে জানায়, ইসরায়েলি সেনাবাহিনীর শতাধিক ইঞ্জিনিয়ারিং যানবাহন আগুন নেভানোর কাজে অংশ নিচ্ছে। বিমান বাহিনীও সক্রিয়ভাবে আগুন নিয়ন্ত্রণে কাজ করছে। এদিকে, ফ্রান্স ২৪ জানায়, দমকলকর্মীরাও হতাহত হচ্ছেন এই তাণ্ডবে, হাসপাতালগুলোতে রোগীর সংখ্যা দ্রুত বাড়ছে।

ইসরায়েল সরকার ইতোমধ্যে আন্তর্জাতিক সহায়তা চেয়েছে। দেশটির পররাষ্ট্র মন্ত্রণালয় জানিয়েছে, গ্রিস, সাইপ্রাস, ক্রোয়েশিয়া ও ইতালিসহ ইউরোপের বিভিন্ন দেশকে সাহায্যের অনুরোধ জানানো হয়েছে।

এই ভয়াবহ পরিস্থিতির মধ্যেই চাঞ্চল্যকর এক তথ্য দিয়েছেন প্রধানমন্ত্রী নেতানিয়াহু। তিনি দাবি করেন, দাবানল ছড়িয়ে পড়ার পেছনে ইসরায়েলের ১৮ জন নাগরিক জড়িত। ইতোমধ্যে তিনজনকে গ্রেপ্তার করেছে পুলিশ।

অবাক করার মতো বিষয় হলো, দেশ পুড়তে থাকলেও নেতানিয়াহুর নেতৃত্বাধীন সামরিক বাহিনী এখনো ফিলিস্তিনে অভিযান চালিয়ে যাচ্ছে। ফিলিস্তিনের স্বাধীনতাকামী সংগঠন হামাসের হাতে আটক ৫৯ জন ইসরায়েলিকে ফেরত আনাকে অন্যতম লক্ষ্য বলে জানালেও নেতানিয়াহু স্পষ্ট করে দেন, তাঁর মূল লক্ষ্য হলো হামাসকে পরাজিত করা। তিনি বলেন, “আমরা জয় ছিনিয়ে আনব, এবং এটিই আমাদের সর্বোচ্চ অঙ্গীকার।”

ভিডিও দেখুন: https://www.youtube.com/watch?v=kVIrWURCIwY

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *