দিল্লিতে এক বিয়েতে ঘটল চমকপ্রদ ঘটনা। বিয়ের আসরে ডিজে যখন বলিউডের জনপ্রিয় আবেগঘন গান ‘চান্না মেরেয়া’ বাজান, তখনই আচমকাই বিয়ে ভেঙে হাঁটলেন বর। জানা গেছে, গানটি শুনে তাঁর অতীত প্রেমের স্মৃতি ভেসে ওঠে মনে, এবং আবেগের বশে তিনি বিয়ে না করার সিদ্ধান্ত নেন।
রণবীর কাপুর ও অনুষ্কা শর্মা অভিনীত ‘অ্যায় দিল হ্যায় মুশকিল’ ছবির এই গানটি ভক্তদের কাছে একটি বিচ্ছেদের প্রতীক হিসেবে পরিচিত। অনুষ্ঠানের মধ্যেই বরের এই সিদ্ধান্তে হতবাক হন দুই পক্ষের অতিথিরা। শুধু বরই নয়, তাঁর সঙ্গে সঙ্গে বরের পরিবারের সদস্যরাও বিয়ের স্থান ত্যাগ করেন।
ঘটনাটি প্রকাশ্যে আসে সামাজিক যোগাযোগমাধ্যমে, যখন একাধিক নেটিজেন এই ঘটনা নিয়ে পোস্ট করেন। তাঁদের ভাষায়, “এটা সিনেমার দৃশ্য বললেও বিশ্বাস করা যায়, কিন্তু বাস্তবে এমন ঘটনা সত্যিই অবাক করার মতো।”
ঘটনার জেরে দুই পরিবারের মধ্যে চরম অস্বস্তিকর পরিস্থিতি তৈরি হয়। তবে শেষ পর্যন্ত দুই পক্ষই বিষয়টি মিটিয়ে নেন বলে জানিয়েছে স্থানীয় সূত্র।
Leave a Reply