free tracking

My Blog

My WordPress Blog

পেঁয়াজের রসে কী নতুন চুল গজায়? বিজ্ঞান কী বলে?

চুল পড়া এক পরিচিত সমস্যা হয়ে দাঁড়িয়েছে পুরুষ-মহিলা নির্বিশেষে। প্রতিদিন ৫০ থেকে ১০০টি চুল ঝরে যাওয়া স্বাভাবিক হলেও এর চেয়ে বেশি হলে তা উদ্বেগের কারণ হয়ে দাঁড়ায়। দূষণ, আবহাওয়া পরিবর্তন, অযত্ন ও শারীরিক নানা সমস্যায় চুল পড়ার পরিমাণ বাড়তে পারে, বিশেষত শীতকালে।

অনেকে চুল পড়া ঠেকাতে দামি শ্যাম্পু বা প্রাকৃতিক উপাদান ব্যবহার করেন। এর মধ্যে পেঁয়াজের রস ব্যবহারের জনপ্রিয়তা বেশি। অনেকের ধারণা, পেঁয়াজের রস স্ক্যাল্পে নিয়মিত লাগালে চুল পড়া কমে ও নতুন চুল গজায়।

২০০২ সালে ‘জার্নাল অফ ডার্মাটোলজি’তে প্রকাশিত এক গবেষণায় ৩৮ জন ‘অ্যালোপেসিয়া এরিয়াটা’ আক্রান্ত রোগীর ওপর পরীক্ষায় দেখা গেছে, দুই মাস ধরে দিনে দুইবার পেঁয়াজের রস ব্যবহারে অধিকাংশের মাথায় নতুন চুল গজিয়েছে।

অ্যালোপেসিয়া এরিয়া-

অযত্ন-দূষণের কারণে চুল ওঠার সঙ্গে কিন্তু অ্যালোপেসিয়া এরিয়াটার কোনও সম্পর্ক নেই। তাই এই অসুখের বিষয়ে আপনার জেনে রাখা প্রয়োজন। অ্যালোপেসিয়া এরিয়াটা এক ধরনের অটোইমিউন ডিসঅর্ডার।

AADA-এর রিপোর্ট অনুযায়ী, এই অসুখে ইমিউনিটি সিস্টেম হেয়ার ফলিকলকে আক্রমণ করে। ফলে সেই স্থানে চুল উঠে যায়। এই অসুখে আক্রান্ত হলে খুব অল্প বয়সেও টাক পড়ে যেতে পারে।

ন্যাশনাল লাইব্রেরি অফ মেডিসিনে প্রকাশিত গবেষণায় এই অসুখের লক্ষণ নিয়ে বিস্তারিত আলোচনা করা হয়েছে। এই অসুখে আক্রান্ত হলে শুধুই স্ক্যাল্প থেকে চুল ওঠে, এমন কিন্তু নয়। বরং শরীরের যে কোনও অংশ থেকেই হেয়ার প্যাচ উঠে আসতে পারে! পুরুষ-মহিলা নির্বিশেষে যে কেউ এই অসুখে আক্রান্ত হতে পারেন। তাই প্রথম থেকে উপসর্গগুলো নিয়ে সতর্ক থাকতে হবে।

এই পার্থক্যটি বোঝা জরুরি-

নিয়মিত পেঁয়াজের রস লাগালে অ্যালোপেসিয়া এরিয়াটা নিয়ন্ত্রণে আসতে পারে কিংবা টাকে নতুন করে চুল গজাতে পারে বলে দাবি করা হয় ওই গবেষণায়। তবে আপনার যদি অন্য কোনও কারণে চুল ঝরতে থাকে, তাহলে পেঁয়াজের রস মালিশে যে তা নিয়ন্ত্রণে আসবে, এমন কোনও বৈজ্ঞানিক ব্যাখ্যা পাওয়া যায়নি। একাধিক প্রাচীন পুঁথিতে এমন উল্লেখ পাওয়া গিয়েছে শুধু।

প্রসঙ্গত, অ্যালোপেসিয়া এরিয়াটা এক ধরনের অটো ইমিউন ডিজিজ। তাই এই রোগের লক্ষণ দেখলে কোনও ঘরোয়া টোটকা কাজে না লাগিয়ে সরাসরি চিকিৎসকের পরামর্শ নেওয়াই হবে বুদ্ধিমানের কাজ।

যেভাবে ব্যবহার করবেন পেঁয়াজের রস-

আপনি চুলের ঘনত্ব বাড়াতে পেঁয়াজের রস ব্যবহার করতে পারেন। একটি আস্ত পেঁয়াজ মিহি করে বেটে নিন। তারপর সাদা কাপড়ে পেঁয়াজের রস ছেঁকে নিন। এই পেঁয়াজের রস আপনার স্ক্যাল্পে ও চুলের গোড়ায় ভালো করে মালিশ করুন। তারপর ১ ঘণ্টা অপেক্ষা করে শ্যাম্পু করে নিন। সপ্তাহে ৩ দিন এই নিয়ম মেনে চললেই উপকার মিলবে। কিন্তু আপনার স্ক্যাল্পে কোনও সংক্রমণ থাকলে পেঁয়াজের রস লাগানোর আগে চিকিৎসকের পরামর্শ নেওয়াই ভালো।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *