free tracking

My Blog

My WordPress Blog

বাংলাদেশি অভিনয়শিল্পীদের ‘ঘাড়ধাক্কা’ দিয়ে বের করতে বললেন ভারতীয় উপস্থাপিকা!

বাংলাদেশের রাজনৈতিক পটপরিবর্তনের পর থেকেই নতুন করে টানাপড়েন শুরু হয়েছে ঢাকা-দিল্লি সম্পর্কের মধ্যে। আর এই সুযোগে প্রতিবেশী দেশ বাংলাদেশকে ঘিরে মিথ্যা, ভিত্তিহীন ও বিভ্রান্তিকর সংবাদ প্রচারে সক্রিয় হয়ে উঠেছে ভারতের একাধিক মিডিয়া। তার মধ্যে সবচেয়ে বেশি আলোচনায় উঠে এসেছে কলকাতাভিত্তিক টিভি চ্যানেল রিপাবলিক বাংলা। এই চ্যানেলের প্রধান উপস্থাপক ময়ূখ রঞ্জন ঘোষের বিরুদ্ধে সাম্প্রদায়িক উসকানি, গুজব ও মিথ্যা তথ্য ছড়িয়ে বাংলাদেশ-ভারতের ধর্মীয় সম্প্রীতি বিনষ্টের চেষ্টার অভিযোগ রয়েছে।

এবার সেই চ্যানেলেরই আরেক উপস্থাপিকা করলেন বিতর্কিত এক মন্তব্য।

বাংলাদেশের পটপরিবর্তনের পর ভারতে আশ্রয় নিয়েছেন অনেক অভিনয়শিল্পী। এবার সেসব অভিনয়শিল্পীকে ঘাড়ধাক্কা দিয়ে ভারত থেকে বের করে দেওয়ার কথা বললেন সমালোচিত চ্যানেলের উপস্থাপিকা স্বর্ণালী সরকার। সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হওয়া এক ভিডিওতে এ সাংবাদিককে এ ধরনের কথা বলতে শোনা যায়।

‘সোজাসুজি স্বর্নালী’ শিরোনামের একটি অংশে সেই উপস্থাপিকা এসব কথা বলেন। তার ভাষ্য মতে, প্রতিবেশী দেশ বাংলাদেশে থেকে অনেক শিল্পী ভারতে আসছেন। বাংলাদেশি নাগরিকরা সে দেশে জীবিকা নির্বাহ করছেন, অভিনয় করছেন। নাম, যশ ও প্রতিপত্তি বানাচ্ছেন।

ভারতে অর্থ-উপার্জন করেও তারা নিজ দেশের অসভ্যতামী দেখে চুপ করে আছেন বলেও অভিযোগ তুলেছেন তিনি।
বর্তমানে ভারতকে নিয়ে বাজে মন্তব্য করলেও নিজের দেশের মানুষকে কোনো বার্তা দিচ্ছেন না ভারতে অবস্থানরত বাংলাদেশি অভিনয়শিল্পীরা। এমন অভিযোগ তুলেছেন ওই সাংবাদিক-উপস্থাপিকা!

কাশ্মীরে হামলার ঘটনা তুলে ধরেন তিনি বলেন, ভারতে এত বড় নারকীয় ঘটনার পরেও কোনো নিন্দা জানাচ্ছেন না ভারতে অবস্থানরত বাংলাদেশি অভিনয়শিল্পীরা! তারা শুধুমাত্র নিজেদের লাভ খুঁজছেন। কাজের বেলায় কাজি কাজ ফুরালে পাজি। তারা শুধু নিজেদের কার্য উদ্ধারের করার জন্য বসে আছেন।

সেসব অভিনেতা-অভিনেত্রীকে ‘ঘাড়ধাক্কা’ দিয়ে বের করে দেওয়া উচিত।
এ উপস্থাপিকার ভাষ্য মতে, বাংলাদেশি অভিনয়শিল্পীদের থেকেও পশ্চিমবঙ্গে অনেক মেধাবী অভিনেতা রয়েছে। এ ছাড়া তাদের জন্য বহরমপুর, মালদা, দুর্গাপুর, মুর্শিদাবাদের বহু অভিনয়শিল্পী কাজ হারাচ্ছেন। পাকিস্তানি শিল্পীদের মতো বাংলাদেশি অভিনয়শিল্পীদের বয়কটেরও আহ্বান জানান তিনি।

বাংলাদেশি অভিনয়শিল্পীদের মধ্যে জয়া আহসান, মিথিলা, বিদ্যা সিনহা মিম, অপু বিশ্বাস, এমনকি শাকিব খানের নামও উল্লেখ করেন এ উপস্থাপিকা। এই তারকারা ভারতেও সমানভাবে কাজ করেছেন। এখন তারা ভারতের ইস্যুতে কেন চুপ করে আছেন, সেই প্রশ্ন তোলেন এ উপস্থাপিকা। এ ছাড়া স্বস্তিকা মুখার্জি, সোহিনী সরকার ও ইমন চক্রবর্তীর মতো ওপার বাংলার তারকাদের নিশ্চুপ থাকা নিয়েও প্রশ্ন তোলেন এ উপস্থাপিকা।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *