free tracking

My Blog

My WordPress Blog

এবার নিজের রাজনৈতিক পরিচয় নিয়ে মুখ খুললেন আরিফিন শুভ!

নিজস্ব প্রতিবেদক: ঢালিউডের জনপ্রিয় অভিনেতা আরিফিন শুভ দীর্ঘদিন পর ফের সামনে এসেছেন। বঙ্গবন্ধুর জীবননির্ভর চলচ্চিত্র ‘মুজিব: একটি জাতির রূপকার’-এ অভিনয় করে ব্যাপক আলোচনায় আসা এ অভিনেতা বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সময় থেকে ছিলেন পর্দার আড়ালে। গত বছরের ৫ আগস্ট সরকারের পতনের পর থেকে আর অভিনয়ে দেখা যায়নি তাকে।

কিছুটা অন্তরালে চলে যাওয়া শুভকে নিয়ে তখন নানা গুঞ্জন ছড়ায়। তিনি ‘মুজিব’ সিনেমায় বিনা পারিশ্রমিকে অভিনয় করলেও, পুরস্কার হিসেবে পুর্বাচলে একটি প্লট পেয়েছিলেন। তবে বর্তমান অন্তবর্তীকালীন সরকার সেটি বাতিল করে। এসব কারণে বেশ বিপাকে পড়েন শুভ।

সম্প্রতি ভারতের কলকাতায় একটি সিনেমার প্রিমিয়ারে যোগ দিতে গিয়ে তিনি মুখোমুখি হন আনন্দবাজার পত্রিকার সাংবাদিকদের। সেখানে নিজের ব্যক্তিগত ও পেশাগত নানা দিক তুলে ধরেন তিনি। বিশেষ করে রাজনৈতিক প্রসঙ্গে তাকে প্রশ্ন করা হলে, শুভ স্পষ্ট করে জানান, তিনি “সচেতনভাবে অরাজনৈতিক” একজন মানুষ।

তিনি বলেন, “পৃথিবীতে যত জায়গায় অভ্যুত্থান হয়েছে, সেখানে কিছু কোল্যাটারাল ড্যামেজ হয়েছে। আপনি পার্কে হাঁটছিলেন, হঠাৎ একটা ঘটনা আপনাকে আঘাত করল—এটা এড়ানো যায় না। আমি কোনো রাজনৈতিক পরিচয়ে বিশ্বাসী না। আমি শুধু অভিনয় করি। আমার ব্যবসা নেই, ব্যাকআপও নেই। যদি সত্যিকারের সমস্যায় পড়তাম, তাহলে আজ কলকাতার কাফেতে বসে সাক্ষাৎকার দিতে পারতাম না।”

নিজের ভবিষ্যৎ পরিকল্পনা সম্পর্কে শুভ বলেন, “আমার পরবর্তী সিনেমা ‘নীলচক্র’ আসছে কোরবানির ঈদে। এরপর ‘নুর’, ‘ঠিকানা বাংলাদেশ’, ‘লহু’সহ কয়েকটি প্রজেক্ট হাতে রয়েছে। আমি সবসময় চেষ্টা করি আমার চরিত্রকে বিশ্বাসযোগ্যভাবে ফুটিয়ে তুলতে। আমাকে যদি পৃথিবীর সবচেয়ে বোকা মানুষের চরিত্র দেওয়া হয়, তাও আমি সেটা সততার সঙ্গে করব। তবে বাস্তবে আমি সেই মানুষটা নই—এটুকু বোঝাতে পারলাম আশা করি।”

বর্তমানে তিনি ভারতের মুম্বাইয়ে সানি লিভ প্ল্যাটফর্মের জন্য নির্মিতব্য হিন্দি ওয়েব সিরিজ ‘জ্যাজ সিটি’-র কাজে ব্যস্ত। এটি পরিচালনা করছেন সৌমিক সেন। এর পাশাপাশি কলকাতার রাহুল মুখোপাধ্যায়ের পরিচালনায় ‘মন মানে না’ সিনেমায় কাজের পরিকল্পনা থাকলেও বাংলাদেশের সিনেমা ‘নীলচক্র’ মুক্তির সময়সূচির জটিলতার কারণে সেটি সম্ভব হচ্ছে না বলে জানান শুভ।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *