২০২৫ সালের সরকারি ছুটির ক্যালেন্ডার অনুযায়ী, বুদ্ধ পূর্ণিমা উপলক্ষে আগামী ১১ মে একটি সাধারণ ছুটি নির্ধারিত রয়েছে। এ বছর দিনটি পড়েছে রোববার। আর এর আগে শুক্র ও শনিবার (৯-১০ মে) দুই দিনের সাপ্তাহিক ছুটি থাকছে। এতে ৩ দিনের ছুটি পাচ্ছেন সরকারি চাকরিজীবীরা।
এর আগেও চলতি মাসে টানা তিন দিনের ছুটি পান সরকারি চাকরিজীবীরা। আন্তর্জাতিক শ্রমিক দিবস বা মে দিবস উপলক্ষে ১ মে সাধারণ ছুটি নির্ধারিত ছিল। এ বছর দিবসটি পড়ে বৃহস্পতিবার। আর পরদিন শুক্রবার ও শনিবার সাপ্তাহিক ছুটির দিন। ফলে ১ থেকে ৩ মে পর্যন্ত টানা ৩ দিনের ছুটি পান সরকারি চাকরিজীবীরা।
ছুটির বিধিমালা অনুযায়ী, এই ছুটির মধ্যে নৈমিত্তিক ছুটি নেয়ার নিয়ম নেই। তবে কেউ ছুটি নিলে তা টানা ছুটি হয়ে যাবে। যদিও অর্জিত ছুটি নেয়ার সুযোগ রয়েছে। এছাড়া ঐচ্ছিক ছুটি নেয়ারও সুযোগ আছে।
এ ক্ষেত্রে যেসব অফিস তাদের নিজস্ব সময়সূচি ও ছুটির আইনকানুন দিয়ে চলে (যেমন- বাংলাদেশ ব্যাংক) অথবা সরকার যেসব অফিস, সংস্থা ও প্রতিষ্ঠানের (জরুরি সেবাসংক্রান্ত) চাকরি অত্যাবশ্যক হিসেবে ঘোষণা করেছে, এমন সব প্রতিষ্ঠান নিজস্ব আইনকানুন মেনে জনস্বার্থ বিবেচনায় এই ছুটি ঘোষণা করবে বলে জানিয়েছে জনপ্রশাসন মন্ত্রণালয়।
Leave a Reply