free tracking

My Blog

My WordPress Blog

খালেদা জিয়াকে নিয়ে যা বললেন সারজিস আলম!

দীর্ঘ চার মাস চিকিৎসা শেষে যুক্তরাজ্যের লন্ডন থেকে দেশে ফেরায় বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়াকে স্বাগত জানিয়েছেন জাতীয় নাগরিক পার্টি (এনসিপি)-এর মুখ্য সংগঠক (উত্তরাঞ্চল) সারজিস আলম।

মঙ্গলবার (৬ মে) দুপুর ১২টা ৩০ মিনিটের দিকে নিজের ভেরিফায়েড ফেসবুক প্রোফাইলে তিনি লিখেন:

“বিএনপির চেয়ারপারসন বেগম খালেদা জিয়াকে বাংলাদেশে স্বাগতম। আমরা বিশ্বাস করতে চাই, জুলাই অভ্যুত্থানে দেশের ছাত্র-জনতা যে আকাঙ্ক্ষা নিয়ে জীবন দিয়েছে, সেই চেতনা সামনে রেখে তিনি এবং তার দল গণতন্ত্র রক্ষায় আপসহীনভাবে দেশের স্বার্থকে অগ্রাধিকার দেবেন। তাঁর সুস্থতা ও দীর্ঘায়ু কামনা করছি।”

এর আগে সকাল ১০টা ৪০ মিনিটে কাতারের আমিরের পাঠানো বিশেষ এয়ার অ্যাম্বুলেন্সে রাজধানীর হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে অবতরণ করেন খালেদা জিয়া। একই ফ্লাইটে দেশে ফেরেন তার দুই পুত্রবধূ—জোবাইদা রহমান ও সৈয়দা শামিলা রহমান।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *