free tracking

My Blog

My WordPress Blog

দলিলে এক নাম, এনআইডিতে আরেক নাম? এ সমস্যায় জমি বিক্রি বা নামজারিতে করনীয় কী?

জমির দলিলে এক রকম নাম, আর জাতীয় পরিচয়পত্রে (এনআইডি) অন্য রকম নাম-এমন পরিস্থিতিতে অনেকেই পড়ে যান বিপাকে। জমির মালিকানা হস্তান্তর, নামজারি কিংবা বিক্রি করতে গিয়ে দেখা যায়, কাগজপত্রে নামের অমিলের কারণে কাজটি আটকে যাচ্ছে। তাহলে এমন পরিস্থিতিতে কী করবেন?

আইন বিশেষজ্ঞরা বলছেন, দলিল ও এনআইডির নামের অমিল মেটাতে প্রথমেই প্রয়োজন একটি প্রত্যয়নপত্র (সার্টিফিকেট)। আপনি যদি ইউনিয়ন পরিষদের আওতাভুক্ত হন, তাহলে সংশ্লিষ্ট ইউনিয়নের চেয়ারম্যানের কাছ থেকে; আর সিটি করপোরেশনের নাগরিক হলে সংশ্লিষ্ট ওয়ার্ড কাউন্সিলরের কাছ থেকে প্রত্যয়ন নিতে হবে।

প্রত্যয়নপত্রে স্পষ্টভাবে উল্লেখ থাকতে হবে দলিলে যিনি উল্লেখিত আছেন এবং এনআইডিতে যার নাম আছে, তারা আসলে একই ব্যক্তি।

এই প্রত্যয়নপত্রটি পাওয়ার পর আপনাকে ৩০০ টাকার নন-জুডিশিয়াল স্ট্যাম্পে একজন আইনজীবীর মাধ্যমে একটি এফিডেভিট করতে হবে। এফিডেভিটে নামের অমিল এবং একই ব্যক্তির পরিচয় সম্পর্কিত তথ্য উপস্থাপন করা হবে।

এই এফিডেভিট ও প্রত্যয়নপত্র জমা দিয়ে আপনি সহজেই জমির নামজারি, হস্তান্তর বা অন্যান্য প্রক্রিয়া সম্পন্ন করতে পারবেন।

সূত্র:https://tinyurl.com/z472cbet

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *