নববর্ষ-২০২৫ উপলক্ষে বাংলাদেশের প্রধান উপদেষ্টা অধ্যাপক মুহাম্মদ ইউনূসকে শুভেচ্ছা জানিয়েছেন ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। ভারতের নয়াদিল্লি থেকে পাঠানো এক শুভেচ্ছা কার্ডে নরেন্দ্র মোদি তার ব্যক্তিগত শুভেচ্ছা ও শুভকামনা জানিয়েছেন।
সোমবার (২৭ জানুয়ারি) কূটনৈতিক চ্যানেলের মাধ্যমে এ তথ্য জানান প্রধান উপদেষ্টার উপ-প্রেসসচিব আবুল কালাম আজাদ মজুমদার। তিনি জানান, ভারতের প্রধানমন্ত্রী মোদির পাঠানো কার্ডে নতুন বছরের জন্য অধ্যাপক ইউনূসকে শুভেচ্ছা জানিয়ে তার স্বাক্ষরিত বার্তা রয়েছে।
শুভেচ্ছা কার্ডে মোদি উল্লেখ করেছেন, ‘নতুন বছরের শুভেচ্ছা’। এর মাধ্যমে দুই দেশের বন্ধুত্বপূর্ণ সম্পর্ক আরও সুদৃঢ় হবে বলে আশা প্রকাশ করেছেন কূটনৈতিক মহল।
এ শুভেচ্ছা বার্তা অধ্যাপক ইউনূস ও ভারত-বাংলাদেশের পারস্পরিক সম্পর্কের ক্ষেত্রে ইতিবাচক বার্তা বহন করবে বলে মনে করছেন বিশ্লেষকরা। নববর্ষের এই সৌজন্য বিনিময় দুই দেশের বন্ধুত্বের আরেকটি নতুন অধ্যায় সূচনা করবে বলে আশা করা হচ্ছে।
Leave a Reply