free tracking

My Blog

My WordPress Blog

ভক্তদের দারুন সুখবর দিয়ে, এবার কঠিন সিদ্ধান্ত নিলো নেইমার

বিশাল অংকের অর্থ ছাড় দিয়ে আল হিলালের সঙ্গে চুক্তি বাতিল করার পরই মোটামুটি নিশ্চিত হওয়া গেছে, নেইমার নিজের ছোটবেলার ক্লাব সান্তোসে ফেরত যাবেন। সব খবর আগেই জানা গেলেও আনুষ্ঠানিক ঘোষণা হয়নি।

এবার আনুষ্ঠানিকতাও সেরে নিলো সান্তোস। ব্রাজিলিয়ান ক্লাবটি জানিয়ে দিলো, তারা নেইমারের সঙ্গে চুক্তি সম্পন্ন করেছে। অর্থাৎ স্পেন, ফ্রান্স ও সৌদি আরব ঘুরে এবার নিজের চেনা ডেরায় ফেরত গেলেন ব্রাজিলিয়ান সুপারস্টার।

মঙ্গলবার সামাজিক যোগাযোগমাধ্যমে এক পোস্টে সান্তোসের প্রেসিডেন্ট মার্সেলো তেইশেইরো বলেন, ‘এটাই সময় (ফিরে আসার), নেইমার। এটা তোমার নিজের মানুষের কাছে ফিরে আসার সময়। আমাদের ঘরে, আমাদের হৃদয়ের ক্লাবে ফিরে আসার সময়।’

তিনি আরও বলেন, ‘স্বাগতম, আমাদের ছেলেটি নেইমার! ভিলা (বেলমিরো, সান্তোসের স্টেডিয়াম)-এর ছেলে। আবার সাদা-কালো জার্সি পরে খুশি হতে ফিরে আসো। সান্তোস জাতি তোমাকে উন্মুক্ত বাহুতে স্বাগত জানানোর অপেক্ষায় রয়েছে।’

বিজ্ঞাপন

বিজ্ঞাপন

গেল সোমবার সমঝোতার মাধ্যমে আল হিলালের সঙ্গে চুক্তি বাতিল করেন নেইমার। তার একদিন পরই সান্তোস নিশ্চিত করলো, ব্রাজিলের সর্বকালের সর্বোচ্চ গোলদাতাকে তারা নিজেদের দলে ভিড়িয়েছে।

১৯৯২ সালে পৃথিবীর আলো দেখা নেইমার সান্তোসে নাম লেখান ২০০৩ সালে। অর্থাৎ সান্তোসেই বিশ্বের অন্য সেরা তারকার ফুটবলের হাতেখড়ি। ব্রাজিলিয়ান তারকা তখন খেলতেন সান্তোসের ইয়ুথ ক্লাবে। ২০০৯ সাল পর্যন্ত ছোটদের দলেই খেলেছেন নেইমার।

২০০৯ সালের ৭ মার্চ, নেইমার তখন ১৭ বছরের কিশোর। সে সময় তার ডাক পড়লো সান্তোসের সিনিয়র দলে। ওয়েস্টের বিপক্ষে ওইদিন শেষ ৩০ মিনিট খেলেছিলেন নেইমার। ওই ম্যাচে সান্তোস জিতেছিল ২-১ ব্যবধানে।

২০১৩ সাল পর্যন্ত সান্তোসে ধারাবাহিকভাবেই খেলেন নেইমার। নিজের প্রথম পেশাদার ক্লাবটিকে উপহার দিয়েছিলেন ৬টি শিরোপা। এর মধ্যে ২০১২ সালে জিতেছিলেন কোপা আমেরিকার বেস্ট ফুটবলার অ্যাওয়ার্ড।

বিজ্ঞাপন

বিজ্ঞাপন

Jagonews24 Google News Channelজাগোনিউজের খবর পেতে ফলো করুন আমাদের গুগল নিউজ চ্যানেল।
এবার ফিরে সান্তোসে কী উপহার দেন নেইমার, সেটি দেখার অপেক্ষায় ব্রাজিলিয়ানরা।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *