free tracking

My Blog

My WordPress Blog

সাতসকালে দুপক্ষের সংঘর্ষ, প্রাণ গেল একজনের!

ঝিনাইদহের হরিণাকুন্ডুতে সামাজিক আধিপত্য বিস্তার নিয়ে দুপক্ষের সংঘর্ষে একজন নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছেন আরও ১০ জন। মঙ্গলবার (১১ ফেব্রুয়ারি) সকালে চাঁদপুর ইউনিয়নের হাকিমপুর গ্রামে এ সংঘর্ষের ঘটনা ঘটে। নিহতের নাম মোশাররফ হোসেন (৪৫) ।

পুলিশ ও স্থানীয়রা জানায়, দীর্ঘদিন ধরে ওই গ্রামের দবির মণ্ডল ও তার ভাই মোশাররফ হোসেনের সঙ্গে আধিপত্য বিস্তার নিয়ে একই গ্রামের মহিন, বকুল ও সাঈদের সমর্থকদের মধ্যে বিরোধ চলে আসছিল। সোমবার সন্ধ্যায় গ্রামে ধর্মসভার আয়োজন নিয়ে মিটিংয়ে উভয় পক্ষের মধ্যে বাকবিতণ্ডা হয়। এরই জেরে সকালে উভয় পক্ষের মধ্যে সংঘর্ষ বেধে গেলে অন্তত ১০ জন আহত হন। আহতদের উদ্ধার করে ঝিনাইদহ সদর হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসক মোশাররফ হোসেনকে মৃত বলে ঘোষণা করেন। আহতদের হাসপাতালে ভর্তি করা হয়েছে।

ঝিনাইদহ সদর হাসপাতালের জরুরি বিভাগের চিকিৎসক ডা. মাহবুবুল আলম বলেন, মোশাররফের হাসপাতালে আসার আগেই মৃত্যু হয়েছে। আহতদের চিকিৎসা দেয়া হচ্ছে।

আরও পড়ুন : ধানমন্ডি ৩২ : হাড়সহ আরও যেসব আলামত সংগ্রহ করা হয়েছে

হরিণাকুণ্ডু থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এম এ রউফ খান বলেন, সংঘর্ষের ঘটনায় মহিন নামের একজনকে আটক করে হেফাজতে নেয়া হয়েছে। পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখতে ঘটনাস্থলে পুলিশ মোতায়েন করা হয়েছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *