পাবনা পৌর এলাকার দিলালপুর পাথরতলা মহল্লায় ডিবি পুলিশ পরিচয়ে একদল দুর্বৃত্ত ব্যবসায়ী জাকির হোসেনের বাসায় ডাকাতি করেছে। শুক্রবার (১৩ ফেব্রুয়ারি) ভোররাত সাড়ে তিনটার দিকে এই ডাকাতির ঘটনা ঘটে। ডাকাতরা নগদ টাকা, স্বর্ণালঙ্কারসহ লক্ষাধিক টাকার মালামাল লুট করে নিয়ে গেছে।
ভুক্তভোগী ইলেকট্রনিক ব্যবসায়ী জাকির হোসেন জানান, মধ্যরাতে বাসার প্রধান গেটের তালা কেটে ডাকাতরা ভেতরে প্রবেশ করে। প্রথমে নিচতলার ভাড়াটিয়ার বাসায় ঢুকে, এরপর দ্বিতীয় তলায় তার ফ্লাটে প্রবেশ করে। তারা প্রশাসনের পরিচয় দিয়ে হাতে হ্যান্ডকাফ পরিয়ে অস্ত্রের মুখে জিম্মি করে টাকা ও স্বর্ণ বের করে দিতে বলে। পরিবারের সদস্যরা বাড়িতে না থাকায় আলমারির চাবি কোথায় তা আমি জানাতে পারিনি। পরে ডাকাতরা প্রতিটি রুম তল্লাশি চালিয়ে আলমারি ভেঙে নগদ অর্থ ও স্বর্ণালঙ্কার লুট করে। বাসার তৃতীয় ও সবার উপরে চতুর্থ তলাতে সাবেক ডেপুটি স্পিকারের পরিবার বসবাস করতেন। আমরা এই বাড়ির ভাড়াটিয়া।
জাকির হোসেন আরও বলেন, ডাকাতরা যাওয়ার সময় হাতকড়া খুলে তাকে প্রশংসা করে বলেন, যা তোকে ছেড়ে দিলাম থানায় নিলাম না।
একই বাসার নিচতলার ভাড়াটিয়া সবুজ হোসেন জানান, ডাকাতরা ডিবি পরিচয়ে তাদের সঙ্গে কথা বলে এবং টুকুর ছেলে রঞ্জনের ফ্লাটের খোঁজ নেয়। তারা বাসার ভেতরে ঢুকে, তবে কিছু নেয়নি। কিন্তু সবার মোবাইল ফোন প্রথমেই নিয়ে নেয় এবং দরজা তালা কাটার সমস্ত সরঞ্জাম তাদের সঙ্গে ছিল।
পাবনা সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুস সালাম বলেন, এই ধরনের ঘটনা সত্যিই অপ্রত্যাশিত। প্রশাসনের নাম ভাঙিয়ে চুরি বা ডাকাতি আমরা হতে দিতে পারি না। ঘটনার সংবাদ পাওয়ার সঙ্গে সঙ্গেই প্রশাসনের সব দপ্তর মাঠে কাজ শুরু করেছে। এলাকা থেকে সমস্ত সিসিটিভি ক্যামেরার ফুটেজ সংগ্রহ করা হচ্ছে। আশা করছি, খুব দ্রুতই এই ঘটনার সঙ্গে জড়িতদের আইনের আওতায় আনা হবে।
Leave a Reply