রাজধানীর কারওয়ান বাজারে একটি কফি হাউজে ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। শনিবার (১৫ ফেব্রুয়ারি) রাত সোয়া ৮টার দিকে জাহাঙ্গীর টাওয়ারের নিচতলায় পেয়ালা নামে ওই কফি হাউজে আগুন লাগে।
ফায়ার সার্ভিসের দুটি ইউনিট আগুন নেভানোর কাজ করছে। আগুন লাগার কারণ প্রাথমিকভাবে জানাতে পারেনি ফায়ার সার্ভিস।
বিষয়টি নিশ্চিত করে ফায়ার সার্ভিসের নিয়ন্ত্রণ কক্ষের ডিউটি অফিসার মো.শাহজাহান বলেন, রাত ৮টা ২০ মিনিটে আমাদের কাছে খবর আসে, রাজধানীর কারওয়ান বাজারের ইটিভি ভবনের নিচতলায় একটি কফি হাউজে আগুন লেগেছে। খবর পেয়ে আগুন নিয়ন্ত্রণে ঘটনাস্থলে আমাদের দুটি ইউনিট কাজ করছে।
তিনি বলেন, প্রাথমিকভাবে আগুন লাগার কারণ ও ক্ষয়ক্ষতির পরিমাণ জানা যায়নি। এছাড়া আগুনে হতাহতের কোনো সংবাদও আমাদের কাছে আসেনি।
Leave a Reply