আজ শুরু হয়েছে ঢাকা উইমেন্স প্রিমিয়ার ডিভিশন ক্রিকেট লিগ ২০২৫। উদ্বোধনী দিনে দুর্দান্ত পারফরম্যান্সে আলো ছড়িয়েছেন গুলশান ইয়ুথ ক্লাবের সানদিহা ইসলাম আশা।
আশার স্পিন জাদু, খেলাঘরের বিপর্যয়
ইউল্যাবের মাঠে খেলাঘর সমাজ কল্যাণ সমিতির বিপক্ষে মাত্র ৯ রানে ৬ উইকেট তুলে নিয়েছেন অফ-স্পিনার সানদিহা ইসলাম আশা।
ষষ্ঠ বোলার হিসেবে বোলিংয়ে এসে প্রথম চার ওভারে ৫ উইকেট শিকার করেন।
পঞ্চম ওভারে আরও একটি উইকেট নিয়ে ৫.৪ ওভারে ৩ মেইডেনসহ ৯ রানে ৬ উইকেট নেন তিনি।আশার বোলিং দাপটে মাত্র ৬৪ রানে অলআউট হয় খেলাঘর।
জবাবে ৭ উইকেটের সহজ জয় নিয়ে মাঠ ছাড়ে গুলশান ইয়ুথ ক্লাব।
শেলটেক ক্রিকেট একাডেমির দাপুটে জয়
মিরপুর শেরে বাংলা স্টেডিয়ামে ডিফেন্ডিং চ্যাম্পিয়ন মোহামেডানকে ৫৩ রানে হারিয়েছে নিগার সুলতানা জ্যোতির নেতৃত্বাধীন নবাগত শেলটেক ক্রিকেট একাডেমি।
ইশমা তানজিম (৬৮) ও সুমাইয়া আক্তারের (৮৩) ব্যাটিংয়ে ৫০ ওভারে ৯ উইকেটে ২৪৯ রান তোলে শেলটেক।জবাবে ফাহিমা ও জান্নাতুলের স্পিনে ১৯৬ রানে অলআউট হয় মোহামেডান।
আবাহনীর জয়যাত্রা
বিকেএসপির এক নম্বর মাঠে বাংলাদেশ পুলিশ ক্রিকেট ক্লাবকে ৪ উইকেটে হারিয়েছে আবাহনী।
আবাহনীর বোলারদের দাপটে মাত্র ৯৮ রানে অলআউট হয় বাংলাদেশ পুলিশ।ফারজানা পিংকির অর্ধশতকে সহজ জয় পায় আবাহনী।উদ্বোধনী দিনেই জমে উঠেছে নারী ক্রিকেটের লড়াই। সামনে আরও রোমাঞ্চ অপেক্ষা করছে!
Leave a Reply