ঢাকা প্রিমিয়ার ডিভিশন ক্রিকেট লিগের (ডিপিএল) আগামী মৌসুমের জন্য গতকাল অনলাইনের মাধ্যমে লিজেন্ডস অব রূপগঞ্জে নাম লেখান সাকিব আল হাসান। তবে দলবদলের দ্বিতীয় দিন আজ তাঁর নাম প্রত্যাহারের জন্য সিসিডিএমের কাছে চিঠি দিয়েছে দলটি। কালের কণ্ঠকে বিষয়টি নিশ্চিত করেছেন সিসিডিএমের চেয়ারম্যান সালাউদ্দিন চৌধুরি।
গতকাল দুই দিনব্যাপি ডিপিএলের দলবদলের শুরু হয়।
প্রথম দিনই সাকিবকে দলে ভেড়ায় রূপগঞ্জ। যুক্তরাষ্ট্রে থাকায় অনলাইনে দলবদলের সব প্রক্রিয়া সারেন সাকিব। তার নাম প্রকাশ্যে আসার পরেই আলোচনা ওঠে রূপগঞ্জের হয়ে ডিপিএলে খেলতে পারবেন তো বাঁহাতি অলরাউন্ডার। সিসিডিএমের কাছে চিঠি দেওয়ার পর অবশ্য আর ডিপিএল খেলা হচ্ছে না সাকিবের।
গত ৫ আগস্ট রাজনৈতিক পটপরিবর্তনের পর থেকেই বাংলাদেশে আসতে পারেনি সাকিব। এতে করে ঘরের মাঠে টেস্ট খেলে অবসর নেওয়ার যে ইচ্ছা ছিল তার সেটাও পূরণ হয়নি। খেলতে পারেননি সর্বশেষ বিপিএলেও। সঙ্গে তার নামের পাশে ঝুলছে বোলিং নিষেধাজ্ঞাও।
এ ছাড়া আওয়ামী লীগ সরকার পতনের পর সাকিবের নামে হয়েছে একাধিক মামলাও। এর মধ্যে চেক প্রতারণার একটি মামলায় গত ১৯ জানুয়ারি তার বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি করেছেন আদালত।
Leave a Reply