ঢাকা প্রিমিয়ার লিগের (ডিপিএল) এবারের মৌসুমে লিজেন্ডস অব রূপগঞ্জে সাকিব আল হাসানকে অন্তর্ভুক্ত করা হয়েছিল, কিন্তু একদিন পরেই নিজের নাম প্রত্যাহার করে নিয়েছেন তিনি। লিজেন্ডস অব রূপগঞ্জের এক কর্মকর্তা এই তথ্য নিশ্চিত করেছেন। এ বিষয়ে দলটি ক্রিকেট কমিটি অব ঢাকা মেট্রোপলিস (সিসিডিএম) কাছে একটি চিঠি পাঠিয়েছে।
আগের দিন সাকিবের দলে যোগ দেওয়ার খবরটি রূপগঞ্জের কর্ণধার লুৎফর রহমান বাদল উচ্ছ্বাসের সঙ্গে জানিয়েছিলেন। তবে, রাজনৈতিক পরিস্থিতির পরিবর্তন এবং সাকিবের বিরুদ্ধে চলমান বিভিন্ন মামলার কারণে তিনি দেশের ক্রিকেট থেকে কিছুটা বিচ্ছিন্ন হয়ে পড়েছেন। যদিও বাদল সাকিবকে খেলাতে আশাবাদী ছিলেন, তবে সাকিব হঠাৎ করেই নিজের নাম প্রত্যাহার করে নেন।
এই বিষয়ে রূপগঞ্জের কর্মকর্তা তরিকুল ইসলাম টিটু গণমাধ্যমে বলেন, “আপনারা জানেন, গতকাল সাকিব আল হাসানকে আমরা দলের অংশ হিসেবে অন্তর্ভুক্ত করার প্রক্রিয়ায় ছিলাম। কিন্তু আজ সাকিবের সঙ্গে আমাদের কথা হয়েছে, তিনি আমাদের অনুরোধ করেছেন আপাতত তার দলবদল স্থগিত রাখার জন্য।”
সাকিবের আবেদনের ব্যাপারে তিনি আরও জানান, “আমরা সিসিডিএমকে চিঠি পাঠিয়ে সাকিব আল হাসানের প্রতি পূর্ণ সম্মান জানিয়ে তার অনুরোধটি জানিয়ে দিয়েছি। তিনি বলেছেন, যখনই দেশে ফিরতে পারবেন… আপনারা জানেন, তিনি এখন দেশে ফিরতে পারছেন না। তিনি দেশে ফিরলেই, যেই দলে গত বছর ছিলেন, সেই দলের সঙ্গে আলোচনার মাধ্যমে লিজেন্ডস অব রূপগঞ্জে খেলার জন্য আমাদের কাছে প্রস্তাব দেবেন। তখন আমরা তাকে দলে নেওয়ার চেষ্টা করব।”
মাসখানেক আগে সাকিব দক্ষিণ আফ্রিকার বিপক্ষে সিরিজ দিয়ে দেশে টেস্ট ক্রিকেটকে বিদায় জানাতে চেয়েছিলেন, কিন্তু রাজনৈতিক অস্থিতিশীলতার কারণে দেশে ফিরতে পারেননি। এরপর থেকে তাকে বিভিন্ন আন্তর্জাতিক সিরিজে বাংলাদেশ দলের হয়ে খেলা যায়নি। ওয়েস্ট ইন্ডিজের মাটিতে বাংলাদেশ তিন ফরম্যাটে সিরিজ খেললেও সাকিব সেখানে ছিলেন না, তেমনি আফগানিস্তান সিরিজেও অংশ নেননি। এবারের বাংলাদেশ প্রিমিয়ার লিগে (বিপিএল) চিটাগং কিংসের হয়ে খেলার কথা থাকলেও শেষ পর্যন্ত খেলেননি সাকিব। এছাড়া, বর্তমানে সাকিবের বিরুদ্ধে বেশ কয়েকটি রাজনৈতিক মামলা চলছে।
Leave a Reply