চ্যাম্পিয়নস ট্রফির প্রথম ম্যাচে ভারতের বিপক্ষে বাংলাদেশের একাদশে ছিলেন না মাহমুদ উল্লাহ। যদিও পরে জানা গিয়েছিল পায়ের কাফ মাসলের চোটে একাদশে ছিলেন না অভিজ্ঞ এই ব্যাটার। তাই রাওয়ালপিন্ডিতে নিউজিল্যান্ডের বিপক্ষে নামার আগে প্রশ্ন, আজ থাকবেন তো একাদশে? বাংলাদেশ দল সূত্রের খবর, আজ নিউজিল্যান্ডের বিপক্ষে ম্যাচে তাকে রেখেই হবে বাংলাদেশ দলের একাদশ।
গতকাল রাওয়ালপিন্ডি আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামের অনুশীলনে মাহমুদ উল্লাহ পূর্ণমাত্রায় ব্যাটিং করেছেন।
এটি ছিল তার ব্যাটিং অনুশীলনের পাশাপাশি ফিটনেস পরীক্ষাও। মূলত, পরীক্ষা করা হয়েছে তিনি পূর্ণশক্তিতে ব্যাটিং করতে পারছেন কি না। দল সূত্রে জানা গেছে, মাহমুদউল্লাহ এই পরীক্ষায় সফলভাবে উত্তীর্ণ হয়েছেন।
একাদশে মাহমুদ উল্লাহ ফিরলে বাদ পড়বেন কে? এ ক্ষেত্রে একাধিক ছকের কথা শোনা যাচ্ছে।
সৌম্য সরকারকে বাদ দিয়ে তানজিদ হাসান তামিমের সঙ্গে ওপেনিংয়ে সঙ্গী হতে পারেন নাজমুল হোসেন শান্ত। সে ক্ষেত্রে ভারত ম্যাচে চার নাম্বারে ব্যাটিং করা মিরাজকে দেখা যাবে তিনে। এভাবেই মাহমুদ উল্লাহর জন্য একাদশে জায়গা বের করার আলোচনা হয়েছে বলে নিশ্চিত করেছে বাংলাদেশ দলসংশ্লিষ্ট একটি সূত্র। অন্যটি হচ্ছে, মিডল অর্ডার থেকেই বাদ পড়তে পারে বড় কোনো নাম।
বাংলাদেশ দলের নির্বাচক রাজ্জাককে এ বিষয়ে জিজ্ঞাসা করা হলে তিনি মাহমুদ উল্লাহর মতো অভিজ্ঞ ব্যাটারকে জায়গা করে দিতে নানা রকম ছক কষার বিষয়টি নিশ্চিত করে বলেছেন। ‘রিয়াদ খেললে কার জায়গায় খেলবে, সেটি নিয়ে আলোচনা হচ্ছে। দুই রকম বিকল্প ভেবে রাখা হয়েছে।’
প্রথমটি নাজমুলের ওপেনিংয়ে চলে আসা! তবে শেষ পর্যন্ত কার জায়গায় মাহমুদ উল্লাহ খেলবেন, সেটি নিশ্চিত হওয়া যাবে আজ ম্যাচের আগে একাদশ ঘোষণার পরই।
Leave a Reply