পুঁজি খুব বেশি বড় নয়। মাত্র ২৩৬ রানের। রাওয়ালপিন্ডি ক্রিকেট স্টেডিয়ামে এমনিতে রান ওঠে। সেখানে বাংলাদেশের মাত্র ২৩৬ রানের সংগ্রহ- নিউজিল্যান্ডের জন্য খুব বেশি বড় নয়। বিশেষ করে তাদের ব্যাটাররা যে ফর্মে রয়েছে। প্রথম ম্যাচেই পাকিস্তানের বিপক্ষে সেঞ্চুরি করেছিলেন ওপেনার উইল ইয়ং।
এবারও ইয়ং, কনওয়ে, উইলিয়ামসন বা টম ল্যাথামদের সামনে ২৩৬ রান মামুলি লক্ষ্য হওয়ারই কথা। কিন্তু এমন ধারণা নিয়ে ব্যাট করতে নামা নিউজিল্যান্ডকে প্রথম ওভারেই চমকে দিলেন তাসকিন আহমেদ।
১ম ওভারের একবারে শেষ বলে এসে দারুণ এক ইন-সুইঙ্গারে উইল ইয়াংকে বোল্ড করে দিলেন তাসকিন। দলীয় রানের খাতা তখনও ছিল শূন্য। অর্থ্যাৎ কোনো রান না করেই বোল্ড হয়ে গেলেন আগের ম্যাচের সেঞ্চুরিয়ান ইয়াং। দলের রানের খাতাও তখন ছিল শূন্য।
তাসকিনের বিধ্বংসী বোলিংয়ের ধারাবাহিকতা ধরে রাখলেন নাহিদ রানায়। দারুণ ইনসুইংগার-আউটসুইংগার বোলিং করে তিনি দিশাহীন করে তোলেন কিউই ব্যাটারদের। পরের ওভারে এসে অবশ্য কিছুটা মার খেলেন তাসকিন। কনওয়ে পরপর দুটি বাউন্ডারি মারেন তাকে।
এরপরের ওভারে এসেই কেন উইলিয়ামসনের উইকেট তুলে নেন নাহিদ রানা। চতুর্থ ওভারের তৃতীয় বলটি ছিল ১৪৫ কিলো গতির। আলতো বাউন্স। ব্যাট পেতে দিয়েছিলেন উইলিয়ামসন। ব্যাটের কিনারা স্পর্শ করে বলটি গিয়ে জমা পড়ে উইকেটের পেছনে মুশফিকুর রহিমের হাতে। ৫ রান করে বিদায় নেন বিশ্বের অন্যতম সেরা এই ব্যাটার।
এ রিপোর্ট লেখার সময় নিউজিল্যান্ডের রান ৪.৩ ওভারে ২ উইকেট হারিয়ে ১৯। ১০ রানে ব্যাট করছেন ডেভন কনওয়ে, তার সঙ্গী রাচিন রাবিন্দ্রার রান ৪।
এর আগে টস হেরে ব্যাট করতে নেমে ৯ উইকেট হারিয়ে ২৩৬ রান সংগ্রহ করে বাংলাদেশ। সর্বোচ্চ ৭৭ রান করেন নাজমুল হোসেন শান্ত, ৪৫ রান করেন জাকের আলি। কিউই স্পিনার মিচেল ব্রেসওয়েল নেন ৪ উইকেট।
Leave a Reply