free tracking

My Blog

My WordPress Blog

ইংল্যান্ডকে মুক্তি দিয়ে নতুন ইতিহাস গড়লো বাংলাদেশ

চ্যাম্পিয়ন্স ট্রফিতে বাংলাদেশের এবারের যাত্রা শেষ হলো হতাশাজনকভাবে। টুর্নামেন্টের গ্রুপ পর্ব থেকেই বিদায় নিতে হলো লাল-সবুজের দলকে। ব্যাটিং, বোলিং কিংবা ফিল্ডিং—কোনো বিভাগেই আশানুরূপ পারফরম্যান্স দেখাতে পারেনি বাংলাদেশ।

গতকাল নিউজিল্যান্ডের বিপক্ষে ডু অর ডাই ম্যাচেও দেখা গেল বাংলাদেশের বাজে পারফরম্যান্স। আগে ব্যাট করে মাত্র ২৩৬ রান তোলে টাইগাররা। যদিও তাসকিন আহমেদ ও নাহিদ রানা শুরুতেই কিছুটা লড়াইয়ের আভাস দিয়েছিলেন, কিন্তু রাচিন রবীন্দ্র ও টম ল্যাথামের ১২৯ রানের জুটিতে কার্যত ম্যাচ শেষ হয়ে যায়।

রাচিনের রেকর্ড, বাংলাদেশের লজ্জার অধ্যায়নিউজিল্যান্ডের তরুণ অলরাউন্ডার রাচিন রবীন্দ্র এদিন নতুন এক কীর্তি গড়েছেন। মাত্র ২৫ বছর বয়সে আইসিসি ইভেন্টে শচীন টেন্ডুলকারের চেয়ে বেশি সেঞ্চুরি করে ফেলেছেন তিনি। আরও অবাক করার মতো বিষয় হলো, ওয়ানডে বিশ্বকাপ এবং চ্যাম্পিয়ন্স ট্রফি—দুই অভিষেকেই সেঞ্চুরি করা প্রথম ক্রিকেটার হয়েছেন রাচিন!

বাংলাদেশও গড়েছে একটি লজ্জার রেকর্ড। চ্যাম্পিয়ন্স ট্রফির ইতিহাসে সবচেয়ে কম ম্যাচে ৬ষ্ঠ সেঞ্চুরি হজম করা দল এখন বাংলাদেশ। মাত্র ১৪ ম্যাচে ৬টি সেঞ্চুরি হজম করেছে টাইগাররা, যা আইসিসির এই গ্লোবাল ইভেন্টে অন্য কোনো দল এতো কম ম্যাচে করেনি।

চ্যাম্পিয়ন্স ট্রফিতে সবচেয়ে বেশি সেঞ্চুরি হজমের তালিকা

ইংল্যান্ড: ১০ সেঞ্চুরি

বাংলাদেশ, ভারত, নিউজিল্যান্ড: ৬টি করে সেঞ্চুরি

তবে, ভারত ও নিউজিল্যান্ডের ক্ষেত্রে এই রেকর্ড এসেছে যথাক্রমে ৩০তম ও ২৪তম ম্যাচে, আর ইংল্যান্ডের ক্ষেত্রে ১৬তম ম্যাচে। বাংলাদেশ এই লজ্জার কীর্তি গড়েছে মাত্র ১৪ ম্যাচেই।

বাংলাদেশের বিপক্ষে চ্যাম্পিয়ন্স ট্রফির সেঞ্চুরিয়ানরা

উপুল থারাঙ্গা (শ্রীলঙ্কা, ২০০৬, মোহালি)

ক্রিস গেইল (ওয়েস্ট ইন্ডিজ, ২০০৬, জয়পুর)

জো রুট (ইংল্যান্ড, ২০১৭, দ্য ওভাল)

রোহিত শর্মা (ভারত, ২০১৭, বার্মিংহ্যাম)

শুভমান গিল (ভারত, ২০২৫, দুবাই)

রাচিন রবীন্দ্র (নিউজিল্যান্ড, ২০২৫)

বাংলাদেশ দল এই আসরে প্রত্যাশিত পারফরম্যান্স দেখাতে পারেনি। ব্যাটিং ও বোলিংয়ের ব্যর্থতার কারণে দ্রুতই টুর্নামেন্ট থেকে বিদায় নিতে হয়েছে। তবে সামনে আরও সুযোগ আছে নিজেদের প্রমাণ করার। চ্যাম্পিয়ন্স ট্রফির এই লজ্জার অধ্যায় ভুলে আগামীতে ভালো কিছু করার প্রত্যাশা থাকবে টাইগারদের।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *