My Blog

My WordPress Blog

ব্রেকিং নিউজ : যে কারনে হঠাৎ করেই দেশে ফিরলেন মিজানুর রহমান আজহারী

দীর্ঘ বিরতির পর দেশে ফিরলেন মাওলানা মিজানুর রহমান আজহারী, অংশ নিচ্ছেন কক্সবাজারের তাফসির মাহফিলে

প্রিয় মাতৃভূমিতে দীর্ঘ পাঁচ বছর পর ফিরে এসেছেন জনপ্রিয় ইসলামী আলোচক মাওলানা মিজানুর রহমান আজহারী। বৃহস্পতিবার (২৬ ডিসেম্বর), নিজের ভেরিফায়েড ফেসবুক পেজে দেওয়া পোস্টে এ তথ্য জানিয়েছেন তিনি।

দেশে ফেরার বার্তামাওলানা আজহারী তার পোস্টে লেখেন,”আলহামদুলিল্লাহ, নিরাপদে দেশে এসে পৌঁছালাম। দীর্ঘ পাঁচ বছর পর, বাধাহীনভাবে আবারও প্রিয় মাতৃভূমিতে তাফসিরুল কোরআনের মহতী আয়োজনে অংশগ্রহণ করছি।”

কক্সবাজারে উদ্বোধনী মাহফিলতিনি আরও জানান, তার দাওয়াতি কার্যক্রমের উদ্বোধনী আয়োজন হবে কক্সবাজারের পেকুয়ার বৃহত্তর সাবেক গুলদি তাফসির ময়দানে। এই প্রোগ্রামকে তিনি একটি “ওয়ার্ম-আপ প্রোগ্রাম” হিসেবে উল্লেখ করেছেন।

বিভাগীয় সফরের পরিকল্পনানতুন বছর ২০২৫ থেকে দেশের প্রতিটি বিভাগে অন্তত একটি করে তাফসির মাহফিলে অংশ নেওয়ার পরিকল্পনার কথা জানান আজহারী। তিনি বলেন,”রাব্বে কারিম নব উদ্যমে এই দাওয়াতি অভিযাত্রায় যুক্ত রাখুন। আমাদের প্রচেষ্টায় ভরপুর বারাকাহ দিন। প্রজন্ম-ক্ষুধা নিবারণে বুদ্ধিবৃত্তিক উপায়ে ইসলামের শাশ্বত বাণী উপস্থাপনের তাওফিক দিন।”

এর আগে দেশে ফিরে অল্প সময় অবস্থান২০২০ সালে দেশ ছাড়ার প্রায় সাড়ে চার বছর পর চলতি বছরের ২ অক্টোবর দেশে ফিরেছিলেন মাওলানা মিজানুর রহমান আজহারী। তবে মাত্র ৯ দিন দেশে অবস্থান করে ১১ অক্টোবর আবারও মালয়েশিয়া ফিরে যান তিনি।

মাওলানা আজহারীর সংক্ষিপ্ত পরিচিতিমিজানুর রহমান আজহারী ১৯৯০ সালের ২৬ জানুয়ারি ঢাকার ডেমরায় জন্মগ্রহণ করেন। তার পৈতৃক নিবাস কুমিল্লার মুরাদনগরের পরমতলা গ্রামে। ইসলামী শিক্ষায় তিনি দেশে ও বিদেশে উচ্চতর ডিগ্রি অর্জন করেন এবং তরুণদের মধ্যে ইসলামের বাণী প্রচারে অন্যতম আলোচক হিসেবে পরিচিত।

সংশ্লিষ্টদের উচ্ছ্বাসমাওলানা আজহারীর দেশে ফেরার খবরে তার ভক্ত ও অনুসারীদের মধ্যে উচ্ছ্বাস দেখা গেছে। তার আগমন ইসলামী জ্ঞানের প্রচারে নতুন মাত্রা যোগ করবে বলে আশাবাদী অনেকেই।

আল্লাহ এই দাওয়াতি কার্যক্রমে তাকে সফলতা দান করুন। আমিন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *