ডিপিএলে আবাহনীর বিপক্ষে ৯৪ রানের দারুন এক ইনিংস খেলেছেন ইমরুল কায়েস। ঢাকা প্রিমিয়ার লিগের (ডিপিএল) এবারের আসরের শুরুটা অঘটন দিয়েই হল। আসরের প্রথম দিনই আবাহনী লিমিটেডকে হারিয়ে জয় দিয়ে আসর শুরু করেছে অগ্রণী ব্যাংক। টুর্নামেন্টের উদ্বোধনী ম্যাচে মিরপুর শের-এ-বাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে নাজমুল হোসেন শান্তর দলকে ৬ উইকেটে হারিয়ে ইমরুল কায়েসের দল।
এদিন সেঞ্চুরি মিসের আক্ষেপে পুড়েছেন ইমরুল। সেঞ্চুরির পথে থাকলেও ৯৪ রান করে ফিরতে হয়েছে তাকে। অবশ্য তার দল জয় নিয়েই মাঠ ছেড়েছে। আবাহনীর ছুঁড়ে দেয়া ২৩৫ রানের লক্ষ্যে শুরুটা ভালোই করে অগ্রণী ব্যাংক। ইমরানউজ্জামান ও সাদমান ইসলাম মিলে আবাহনীর বোলারদের দেখে শুনে রান তুলতে থাকেন। পাওয়ার প্লে’তে কোন উইকেট না হারিয়ে দলীয় ৫০ পূরণ করে অগ্রণী ব্যাংক।
দুই ওপেনার মিলে রান তুলতে থাকলেও দলীয় ৫৮ রানে মোসাদ্দেক হোসেনের বলে বোল্ড হন ইমরান। ৩৫ বলে ৩৫ রান করে সাজঘরে ফেরেন এই ওপেনার। সঙ্গী হারালেও তিনে নামা ইমরুলকে নিয়ে রান বাড়াতে থাকেন সাদমান। এই জুটিতে দলের রান পৌঁছে যায় শত রানেও। তবে ব্যাক্তিগত ৫০ রানে পা রাখার ঠিক আগে মৃত্যুঞ্জয় চৌধুরীর বলে সাজঘরে ফেরেন সাদমান।
৭০ বলে ৪৬ রান করে আউট হন তিনি। তবে দুই উইকেট হারানো অগ্রণী ব্যাংককে এরপর আর পেছনে তাকাতে হয়নি। ইমরুল ও অমিত হাসানের জুটিতে দ্রুতই ভালো অবস্থানে পৌঁছে যায় দলটি। আবাহনীর বোলারদের বিপক্ষে দায়িত্বশীল ব্যাটিংয়ে নিজের পঞ্চাশ পূরণ করেন ইমরুল। এমনকি দারুণ ব্যাটিং করে নিজে হাঁটছিলেন সেঞ্চুরির পথে।
Leave a Reply